সৌরভ গাঙ্গুলি বলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চেয়ে আইপিএলের আয় বেশি। ফোর্বসের মতে, আইপিএলে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ আয় করা লিগ। ইপিএল সেখানে আছে ছয়ে। 

এবার সম্প্রচার স্বত্বের নিলামে যে দর হাঁকা হচ্ছে তাতে এই ক্রিকেট লিগ আমেরিকার ন্যাশনাল ফুটবল (রাগবি) লিগের (এনএফএল) পরেই নাম তুলতে যাচ্ছে। 

সম্প্রচার স্বত্ব বিক্রির নিলামের প্রথম দিনই ম্যাচ প্রতি ১০০ কোটি রুপি দাম ছাড়িয়েছে। সংবাদ মাধ্যম, ক্রিকবাজ জানিয়েছে, দুটি সম্প্রচার প্রতিষ্ঠান হাড্ডা-হাড্ডি লড়াইয়ে নেমেছে। তবে নিলামের গোপনীয়তার কারণে প্রতিষ্ঠান দুটির নাম উল্লেখ করা হয়নি।   

সব মিলিয়ে ২০২৩-২৭ সার্কেলে আইপিএলের সম্প্রচার স্বত্বের দাম উঠেছে অন্তত ৪৩ হাজার কোটি রুপি। 

আইপিএলে সদ্য শেষ হওয়া মৌসুমে ৭৪টি করে ম্যাচ হয়েছে। ওই অনুযায়ী, আগামী পাঁচ বছরে ম্যাচ সংখ্যা দাঁড়ায় ৩৭০টি। কিন্তু আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী পাঁচ বছরের সার্কেলে ধীরে ধীরে ম্যাচ বাড়বে।

সংখ্যাটা তাই অন্তত ৪১০ ম্যাচের কম হবে না বলে ক্রিকবাজ জানিয়েছে। আর রোববারের সর্বশেষ নিলাম অনুযায়ী, ম্যাচ প্রতি নিলামে দর উঠেছে ১০৫ কোটি রুপি। 

সম্প্রচার স্বত্ব অবশ্য টিভি এবং ডিজিটাল মাধ্যমে ভাগ হয়ে যাচ্ছে। টিভির সঙ্গে পাল্লা দিয়েই দাম উঠছে ডিজিটাল মাধ্যম তথা টফি, সনি লিভ বা এই জাতীয় সম্প্রচার মাধ্যমের। 

এখন পর্যন্ত টিভি সম্প্রচার মাধ্যম দাম হেঁকেছে ম্যাচ প্রতি ৫৭ কোটি রুপি। ডিজিটাল মাধ্যম পাল্লা দিয়ে সেটা তুলেছে ৪৮ কোটি রুপি। যা এরই মধ্যে গত সার্কেলের তিন গুন হয়েছে। এখন দেখার বিষয় নিলাম কোথায় গিয়ে থামে।