শারীরিক অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেননি টিম লিডার খালেদ মাহমুদ সুজন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দোহা বিমানবন্দর থেকেই দেশে ফিরে আসেন তিনি। 

গত ৮ জুন শেষ গ্রুপ হিসেবে মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন বিসিবির এ পরিচালক। 

বিমান আকাশে ওড়ার পরই অস্বস্তিতে ভোগেন তিনি। কাতার এয়ারওয়েজের বিমানটি দোহা পৌঁছালে তাইজুলরা কানেকটিং ফ্লাইটে উইন্ডিজের পথ ধরেন। সুজন দেশে ফিরে আসেন সে রাতেই। 

মূলত উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বেড়ে যাওয়ায় ভ্রমণ করতে পারেননি টিম ডিরেক্টর। দেশে ফিরে চিকিৎসা নেওয়ায় অনেকটাই সুস্থ হয়েছেন বলে রোববার জানান সুজন। তবে তিনি ওয়েস্ট ইন্ডিজ যাবেন কিনা জানা যায়নি।

এদিকে বিসিবি পরিচালক ওবেদ রশীদ নিজাম উইন্ডিজ যাচ্ছেন ১৫ জুন। বোর্ডের একটি সূত্র জানায়, পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবও যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে খেলা দেখতে।