লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ জয়ের সঙ্গে মোহামেদ সালাহ, সাদিও মানে ও রর্বাতো ফিরমিনোর নাম জড়িত। জার্গেন ক্লপের ওই ফ্রন্ট থ্রি ভাঙছে। সাদিও মানে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন। রেডসরা নতুন জুটির পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। 

সাদিও মানেকে কিনতে বেশি আগ্রহ প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ। ২৫ ও ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করে প্রত্যাখানও হয়েছে ক্লাবটি। এবার তাই মানের থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছে জার্মান জায়ান্টরা। অন্য অপশনগুলো যাচাই করে দেখছে ক্লাবটি। 

বায়ার্নের ডিরেক্টর বলেছেন, ‘আমরা দল শক্ত করায় মনোযোগ দিয়েছে। আক্রমণে বেশ কিছু অপশন নিয়ে কাজ করছি এবং অপশনটা একজনে সীমাবদ্ধ রাখছি না। অন্য সম্ভাব্য অপশন নিয়েও খোঁজ-খবর নিচ্ছি।’

সংবাদ মাধ্যম দাবি করেছে, সাদিও মানেকে এখনও কিনতে আগ্রহী বায়ার্ন মিউনিখ। তবে তাড়াহুড়ো করছে না। লিভারপুলের সঙ্গে মাত্র এক মৌসুম চুক্তি আছে মানের। তাকে সেজন্য ৪০ মিলিয়নের কম পাওয়ার আশা করছে বাভারিয়ানরা। এছাড়া ক্লাব ছাড়তে চাওয়া রবার্ট লেভানডভস্কির বিষয়টিরও সুরাহার অপেক্ষা করে আছে।   

লিভারপুল অবশ্য সাদিও মানের ক্লাব ছাড়ার অপেক্ষা করে নেই। সেনেগাল স্ট্রাইকার অ্যানফিল্ড ছাড়তে চাওয়ায় রেডসরা ১০০ মিলিয়ন ইউরো দিয়ে উরুগুইয়ার স্ট্রাইকার ডারউইন নুনেজের সঙ্গে চুক্তি করে ফেলেছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা। এতে বিপদ বেড়েছে মানের।