- খেলা
- সিটির সঙ্গে হ্যালন্ডের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন
সিটির সঙ্গে হ্যালন্ডের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন
-samakal-62a7196f55de5.jpg)
বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে নাম লেখান আর্লিং হ্যালন্ড। এই খবর বেশ পুরনো। নতুন খবর হলো- এবার সিটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সাক্ষর করে ফেললেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। সোমবার এক অফিসিয়াল বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। একই সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করেছে তারা। সিটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তিতে সাক্ষর করেছেন হ্যালন্ড। ট্রান্সফার মূল্য ৫১.২ মিলিয়ন ইউরো। আগামী ১ জুলাই থেকে ক্লাবের সঙ্গে যুক্ত হবেন এই ফরোয়ার্ড।
হ্যালন্ডের বাবাও সিটির হয়ে ২০০০-২০০৩ সাল পর্যন্ত খেলেছিলেন। হ্যালন্ড বলেন, 'এটি আমার এবং পরিবারের জন্য গর্বের দিন। আমি সব সময়ই সিটির খেলা দেখি এবং সাম্প্রতিক মৌসুমগুলোতে তারা দুর্দান্ত করেছে। এই দলে বিশ্বসেরা অনেক খেলোয়াড় রয়েছে। পেপ তো সর্বকালের অন্যতম সেরা ম্যানেজারদের একজন। আমার মনে হয় এটাই আমার জন্য উপযুক্ত যেখানে আমার সব স্বপ্ন পূরণ হবে।
রেড বুল সলসবার্গে তিনি দুই মৌসুম খেলেছেন। সব মিলিয়ে ২৭ ম্যাচে ২৯ গোল তুলেছেন নামের পাশে। ম্যাচের চেয়ে গোল সংখ্যা বেশি। বরুশিয়া ডর্টমুন্ডে তিনি তিন মৌসুমে খেলেছেন সব মিলিয়ে ৮৯ ম্যাচ। গোল করেছেন ৮৬টি। ম্যানসিটিতে একই গতিতে তিনি ছুটতে থাকলে পেপ গার্দিওয়ালার দলকে থামানো কঠিন হয়ে পড়বে। এছাড়া নরওয়ের হয়ে ২১ ম্যাচে হ্যালন্ডের ঝুলিতে আছে ২০ গোল।
মন্তব্য করুন