- খেলা
- ভারতকে টপকে চারে পাকিস্তান
ভারতকে টপকে চারে পাকিস্তান
-samakal-62a73e84f19a2.jpg)
ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানেডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এর ফলে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে এগিয়েছে বাবর আজমরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পেছনে ফেলে পাকিস্তান উঠে এসেছ র্যাংকিংয়ের চার নম্বরে।
সিরিজ শুরুর আগে পাকিস্তান ১০২ রেটিং নিয়ে র্যাংকিংয়ের পঞ্চম স্থানে ছিল। ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়ে পাকিস্তানের রেটিং এখন ১০৬। ১০৫ রেটিং নিয়ে পাঁচে নামতে হয়েছে ভারতকে। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড, এরপর ইংল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অবস্থান তিনে, আর বাংলাদেশ রয়েছে সাতে।
ওয়ানডে ক্রিকেটে গত কয়েক বছর দারুণ সময় কাটছে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতে এসেছে তারা। এছাড়া ১৯৯৮ সালের পর পাকিস্তান সফরে আসা অস্ট্রেলিয়াকেও ওয়ানডে সিরিজে হারিয়েছে পাকিস্তান। ১৯৯৮ সালের পর সেটি ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্রথম পাকিস্তান সফর। এবার হারালো উইন্ডিজকেও।
পাকিস্তানকে টপকে যাওয়ার সুযোগ খুব দ্রুতই পাবে ভারত। ২০১১ বিশ্বকাপজয়ী দলটি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি করে ওয়ানডে খেলবে। এই সময়ে আর কোনো সিরিজ নেই পাকিস্তানের, দলটির পরবর্তী ওয়ানডে আগস্টে।
মন্তব্য করুন