কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি। দুই ম্যাচে একটি করে জয় ও হার মালয়েশিয়ার। দুটিতেই হার বাংলাদেশের।

কাগজে-কলমে সুযোগ থাকলেও দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে জামাল ভূঁইয়ার দল। অন্যদিকে তুর্কেমেনিস্তানকে হারিয়ে এশিয়া কাপের আশা বাঁচিয়ে রেখেছে মালয়েশিয়া। শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিক দেশটির।

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা সতর্ক করে বলেছিলেন, শুরুর ১০ মিনিটেই ম্যাচ শেষ করে দিতে চাইবে মালয়েশিয়া। তবে অধিনায়ক জামাল ভুঁইয়া অবশ্য কোচের এমন মন্তব্য মানছেন না। তার মতে, উল্টো মালয়েশিয়াই চাপে থাকবে, 'এটা অবশ্যই অনেক বড় ম্যাচ। চাপটা মালয়েশিয়ার উপর বেশি থাকবে। কারণ কোয়ালিফাই করতে তাদের জিততেই হবে। আমাদেরও একটা ভালো ফলাফল নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হবে। দলের সবাই সেজন্য মুখিয়ে আছে। তবু আমাদের চেয়ে ওদের উপর চাপটা একটু বেশিই থাকবে।'

মুখোমুখি লড়াইয়ে এপর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। সেখানে ১ জয় ও ২ ড্রয়ের বিপরীতে ৬ বার হেরেছে লাল-সবুজের দল।