- খেলা
- ছোটদের ক্রিকেটে চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন
ছোটদের ক্রিকেটে চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর শিশু নিকেতন হাই স্কুল। ফাইনাল ম্যাচে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৫৯ রানে হারায় তারা।
নারায়ণগঞ্জ শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেপের মন্থর পিচে ১০২ রানে অলআউট হয় শিশু নিকেতন হাই স্কুল। মন্থর পিচে স্পিন দাপটে ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। চ্যাম্পিয়নরা ৩৭.১ ওভার টিকতে পারলেও রানার্সআপ মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ২০.২ ওভারে ৪৩ রানে অলআউট হয়।
শিশু নিকেতনের অধিনায়ক লেগ স্পিনার শাইখ ইমতিয়াজ শিহাব ম্যাকিজ বোলিং করেন। পাঁচ ওভারে ১৪ রানে পাঁচ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। টুর্নামেন্টজুড়েই দাপট দেখান এ লেগি। গ্রুপ পর্বের খেলায় আরও তিন ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড আছে তার। এই কিশোরের সেরা বোলিং ১৬ রানে ৮ উইকেট প্রাপ্তি।
৩৩ উইকেট আর ১৩৬ রান করে টুর্নামেন্টসেরার পুরস্কারও জিতে নেন রংপুর শিশু নিকেতন হাই স্কুলের অধিনায়ক শিহাব। ফাইনালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অফস্পিনার আরাফাত আমান রিয়ানও ভালো বোলিং করেন। ১০ ওভারে ৯ রান দিয়ে চার উইকেট শিকার তার।
এবারের স্কুল ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা ছিল অনেক। বাছাইকৃত ৩৪৮টি স্কুলকে খেলার সুযোগ করে দেয় বিসিবি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারদের একটি তালিকা করা হয়েছে। যেখানে থেকে জাতীয় স্কুল দল গড়ার ঘোষণা দিয়ে রেখেছে বিসিবি।
মন্তব্য করুন