অ্যান্টিগা টেস্টে নিশ্চিত হারের পথে বাংলাদেশ। ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিততে আর মাত্র ৩৫ রান প্রয়োজন স্বাগতিক দলের। টাইগারদের এমন অসহায় আত্মসমপর্ণের মূল দায় ব্যাটসম্যানদের। 

বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যায়। এরপর  প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ২৬৫ রানে অলআউট করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও টপঅর্ডারদের ব্যর্থতায় অল্প রানেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সাকিব-সোহানের ১২৩ রানের জুটিতে ইনিংস হার এড়ায় বাংলাদেশ। 

তৃতীয় দিনের খেলা শেষে সাংবাদিকদের ডমিঙ্গো বলেন, 'এটি ভালো নয়। দুই ইনিংসেই ব্যাটিং নিয়ে অনেক বাজে সিদ্ধান্ত হয়েছে। প্রথম ইনিংসে ১০৩ রান.... থেকে বেশি করা যেত এবং দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান থেকেও বেশি করতে পারত। এই মুহূর্তে ব্যাটারদের আত্মবিশ্বাস কম। বড় কিছু খেলোয়াড় মুমিনুল, শান্তর আত্মবিশ্বাস কম। ক্রিকেটে আত্মবিশ্বাস একটি বড় বিষয় এবং এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে সেই আস্থা নেই।'

রান খরা থেকে বেরিয়ে আসার দায়িত্বটা ব্যাটসম্যানদেরই নিতে বলেছেন প্রধান কোচ, 'ব্যাটসম্যানদের এই অবনমন থেকে বেরিয়ে আসতে হবে। ফর্মে আসতে গেলে মানসিক দিক দিয়ে শক্ত হতে হবে। এ ম্যাচে এবং পরেরটির মধ্যে টেকনিক্যাল পরিবর্তন করার কোনো সুযোগ নেই। সব রকমের বাড়তি আওয়াজ, সমালোচনা মাথা থেকে ঝেড়ে ফেলে ক্রিকেট বল খেলার দিকেই নজর দিতে হবে। হ্যাঁ, এগুলো করার চেয়ে বলা সহজ। তবে সেরা খেলোয়াড়েরা এ সব করার সামর্থ্য রাখে।'