- খেলা
- সাকিবের ব্যাটে সেঞ্চুরি চান ডমিঙ্গো
সাকিবের ব্যাটে সেঞ্চুরি চান ডমিঙ্গো

সাকিব আল হাসান
অ্যান্টিগায় প্রথম টেস্টের তৃতীয় দিন শেষেই পরাজয় দেখছে বাংলাদেশ। জয় থেকে মাত্র ৩৫ রান দূরে ক্যারিবীয়রা, হাতে ৭ উইকেট। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ২৪৫। দ্বিতীয় ইনিংসেও টপঅর্ডারদের ব্যর্থতায় অল্প রানেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সাকিব-সোহানের ১২৩ রানের জুটিতে ইনিংস হার এড়ায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলা সবশেষ টেস্টের দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছিলেন সাকিব। সবমিলিয়ে শেষ ১২ ইনিংসে ছয়বার পঞ্চাশ পেরিয়েছে সাকিবের ব্যাট। কিন্তু সেঞ্চুরি হয়নি একবারও। বারবার পঞ্চাশের পরে সাকিবের আউট হওয়া মানতে পারছেন না টাইগার কোচ রাসেল ডমিঙ্গো, 'সাকিব দুই ইনিংসে ভালো ব্যাটিং করলেও তাকে আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। কারণ সে টেস্ট সেঞ্চুরি করতে পারত।'
কেমার রোচের বিপক্ষে বাজে শট খেলে আউট হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করেন সাকিব। তিনি প্রথম ইনিংসে ৫১ রান করেছিলেন।
তৃতীয় দিনের খেলা শেষে হেড কোচ বলেছেন, 'সাকিব সবসময়ই ভালো চেষ্টা নিয়ে ব্যাটিং করে, রানের চাকা সচল রাখার চেষ্টা করে। তবে আমরা চাই না সে স্লগ করুক। আমরা চাই সে ভালো ক্রিকেট শট খেলুক। সেটা করেই প্রতিপক্ষের ওপর কিছুটা চাপ প্রয়োগ করুক।'
তিনি আরও যোগ করেন, 'সেও জানে যে শুরুর সময়টা কাটিয়ে দিলে তাকে দীর্ঘ ইনিংসটা খেলতে হবে। তাকে সেঞ্চুরি করতে হবে। এখন হয়তো সে সাত নম্বরে ব্যাটিং করছে সে। তবে সে অবশ্যই ছয়ে খেলবে। প্রথম ছয় ব্যাটারকে অবশ্যই সেঞ্চুরি করতে হবে।'
এদিকে ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ ৬৪ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ডমিঙ্গো বলেছেন, 'ওরা দুজন ভালো ব্যাটিং করেছে। ঝুঁকি কম নিয়ে খেলেছে। টপঅর্ডারদের দেখিয়েছে ওদের কী করা উচিত ছিল। কিন্তু নতুন বল দুজনকেই আউট করেছে। ৬০ রানের ইনিংস আমাদের টেস্ট জেতাবে না। আমাদের সেঞ্চুরি করতে হবে। দুজন ৬০ রানের ইনিংস খেলেছে। দুজনের কেউই সেঞ্চুরি করেনি। এটাই মূল কথা।'
মন্তব্য করুন