উদোম গায়ে এক হাঁটু গেড়ে বসে আছেন আর্লিং হাল্যান্ড। সাপের ফনার মতো টানটান শরীর- ঠিক যেন গ্রিক পুরানের মহাশক্তিধর হারকিউলিস! দুই হাত পেছনে নিয়ে পিঠে তরবারি (আসলে ব্যায়ামের একটি যন্ত্র) ধরে আছেন। শক্ত চোয়াল ও চোখের ঠান্ডা দৃষ্টি দেখে মনে হচ্ছে, প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার অপেক্ষায় বসে আছেন ৬ ফুট ৫ ইঞ্চির এক যোদ্ধা। ম্যানচেস্টার সিটির জিমে স্বাস্থ্য পরীক্ষার সময় তোলা তাঁর এ ছবিটি বাকি দলগুলোর জন্য সতর্ক বার্তাও।

মজার ব্যাপার হলো, সিটিতে ২১ বছরের এই স্ট্রাইকারের স্বাস্থ্য পরীক্ষার দিনই বাজারে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দুই বছর পর নাকি নওরোজিয়ান এই স্ট্রাইকারকে দলে ভেড়াবে রিয়াল মাদ্রিদ। সিটিতে হাল্যান্ডের রিলিজ ক্লজ ১২৮ মিলিয়ন পাউন্ড। সেটা আবার দুই বছর পর অ্যাকটিভ হবে। অ্যাকটিভ হওয়ার সঙ্গে সঙ্গে নাকি রিলিজ ক্লজের অর্থ দিয়ে হাল্যান্ডকে তুলে নিয়ে যাবেন ফ্লোরেন্তিনো পেরেজ! 

তাঁকে এ বছরই দলে ভেড়াতে চেয়েছিল রিয়াল। কিন্তু কিলিয়ান এমবাপ্পে কথা দেওয়ায় তাঁর ওপর থেকে নজর সরিয়ে নিয়েছিল রিয়াল। সেই ফাঁকে তাকে দলে ভেড়ায় সিটি। দুই বছর পর করিম বেনজেমার সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হয়ে যাবে। তখন বেনজেমার বদলে হাল্যান্ডকে দলে ভেড়াবে রিয়াল। সিটির হয়ে হাল্যান্ড মাঠে নামার আগেই এই পরিকল্পনা এখনই বাজারে চলে এসেছে!