সিঁধ কেটে ঘরে ঢুকে ঘর দখল করে নেওয়ার মতো অবস্থা। ফ্রি এজেন্টে থাকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এক পা দিয়ে রেখেছিলেন। নতুন চুক্তি দিয়ে তাকে শেষ মুহূর্তে ছিনতাই করে নিয়েছে পিএসজি। এবার ভিনিসিয়াসকে রিয়ালে চুক্তি না করে প্যারিসে আসার টোপ দিয়েছে ক্লাবটি। 

রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি আছে ২০২৪ সাল পর্যন্ত। ব্লাঙ্কোসরা তাকে নতুন চুক্তির প্রস্তাব করেছে। ২০২৮ সাল পর্যন্ত তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে বেধে রাখতে চায় ইউরোপ ও স্পেনের জায়ান্ট দলটি। 

তবে পিএসজি ভিনিকে নতুন চুক্তিতে সই না করার পরামর্শ দিয়েছে। ব্রাজিলিয়ান তরুণকে চুক্তি নবায়ন না করে ২০২৪ সালে ফ্রি এজেন্টে পিএসজি আসার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে রাজি হলে বিরাট অঙ্কের বেতন পাবেন এই লেফট উইঙ্গার। 

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, পিএসজি ভিনিসিয়াসকে বছরে ৪০ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার প্রস্তাব করেছে। বড় সাইনিং বোনাস থাকবে। সঙ্গে বড় বড় কাতারি প্রতিষ্ঠানের সঙ্গে তার স্পন্সর ডিল করিয়ে দেওয়ার প্রলোভনও আছে।  

সংবাদ মাধ্যমের মতে, তাকে যে বেতনের প্রস্তাব করা হয়েছে তা ফেলনা নয়। রিয়ালে এখন তিনি যে বেতন পান তার চেয়ে ১২ গুন বেশি। ব্লাঙ্কোসদের সঙ্গে চুক্তি নবায়ন করলে অবশ্য ব্রাজিলিয়ান তরুণের বেতন বেড়ে যাবে। তবে যে বেতন তিনি পাবেন পিএসজি’র প্রস্তাব তার চেয়েও চার গুন বড়!

শুধু পিএসজি নয় ব্রাজিলিয়ান তরুণে আগ্রহী লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব। তবে ভিনি রিয়ালের সঙ্গেই চুক্তি করবেন। হয়তো ২০২৮ পর্যন্ত নয় তবে ২০২৬ বা ২০২৭ পর্যন্ত চুক্তিতে সই করবেন তিনি। 

কারণ রিয়ালের প্রতি দারুণ অনুগত এই ফুটবলার। রিয়ার ব্যাজের প্রতি তার আবেগও অনেক। ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং জেনারেল ডাইরেক্টর জোসে অ্যাঞ্জেল সানচেজ সেটা খুব ভালো করেই জানেন। সেজন্য চুক্তি নিয়ে খুব একটা তাড়াহুড়ো নেই তাদের। 

সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, চুক্তি নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। দুই পক্ষ চুক্তির শর্তগুলো চোখ বুলিয়ে নিচ্ছে। ভিনির এজেন্ট রিয়ালের কাছে চুক্তির জন্য সাইনিং বোনাস চেয়েছে। ২০২৬ পর্যন্ত চুক্তি হলে সাইনিং বোনাস ১০ মিলিয়ন ইউরো এবং ২০২৭ পর্যন্ত হলে ১২ মিলিয়ন ইউরো দাবি করেছে। ওই প্রস্তাবে রাজি রিয়াল।