- খেলা
- ডেম্বেলের মনে ধরেছে চেলসি, স্টার্লিংকেও চায় ব্লুজরা
ডেম্বেলের মনে ধরেছে চেলসি, স্টার্লিংকেও চায় ব্লুজরা

ছবি: ফাইল
এক মৌসুম আগের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন চেলসি সদ্য শেষ হওয়া মৌসুমে কিছুই জিততে পারেনি। ক্লাবের মালিকানা পরিবর্তন নিয়ে দলবদলে ঝামেলা ছিল। অনেকেই ক্লাব ছেড়েছেন। চেলসি বস টমাস টুখেল তাই দল গোছাতে উঠে পড়ে লেগেছেন।
অ্যান্তোনিও রুডিগার ক্লাব ছেড়েছেন। সিজারে আজপিকুয়েটা, জাভি আলোনসরা ক্লাব ছাড়বেন। তাদের বিকল্প খুঁজতে মাঠে কোচ। এর বাইরে আক্রমণও শক্ত করতে চান তিনি।
সেজন্য বার্সেলোনা থেকে ফ্রি এজেন্টে থাকা উসমান ডেম্বেলের সঙ্গে চুক্তি করতে চান। কতালান ক্লাবটির রাইট উইঙ্গারও নাকি ব্লুজদের জার্সিতে খেলতে আগ্রহী। যদিও পিএসজিসহ ইউরোপের শীর্ষ পর্যায়ের কিছু ক্লাব তাকে কিনতে আগ্রহী। বার্সাও ধরে রাখতে আগ্রহী।
অন্যদিকে চেলসি ছাড়ছেন দলটির স্ট্রাইকার রোমেলু লুকাকু। গত মৌসুমে ৯০ মিলিয়ন ইউরোতে ব্লুজ শিবিরে আসেন তিনি। কোচের সঙ্গে বনিবনা না হওয়ায় ছাড়তে চান প্রিমিয়ার লিগের ক্লাব। ফিরে যেতে চান ইন্টার মিলানে।
তার জায়গায় ম্যানচেস্টার সিটি থেকে রাহিম স্টার্লিংকে দলে ভেড়াতে আগ্রহী চেলসি বস টুখেল। সংবাদ মাধ্যম ডেইলি মেইল দাবি করেছে, লুকাকুর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত হলেই স্টার্লিংয়ের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করবে ব্লুজরা।
চেলসি একজন সেন্ট্রাল ডিফেন্ডার দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে। তাদের প্রথম প্রছন্দ সেভিয়ার ফ্রান্স ডিফেন্ডার জুলেস কুন্দে। কিন্তু বার্সাও তাকে কিনতে চায়। ওদিকে সেভিয়া চায় মোটা অঙ্কের ক্যাশ অর্থ। চেলসি সেজন্য ইতালির ক্লাব তুরিনোর ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্লিসন বেরেমারকে দলে ভেড়ানো যায় কিনা দেখছে।
মন্তব্য করুন