- খেলা
- শুভ জন্মদিন ‘ম্যাজিশিয়ান’ মেসি
শুভ জন্মদিন ‘ম্যাজিশিয়ান’ মেসি

ছবি: টুইটার
আজ ৩৫তম জন্মদিনের কেক কাটবেন লিওনেল মেসি। দেখতে দেখতে ৩৪ বছরের গণ্ডি পেরিয়ে ৩৫-এ পা রাখলেন। তবু যেন চিরতরুণ! ফুটবল মাঠে ৯০ মিনিটের দৌড়েও নেই কোনো হেরফের। একই রকম ম্যাজিক তার পায়ে।
এরই মধ্যে কোপা আমেরিকা দিয়ে জাতীয় দলের শিরোপা খরা কাটিয়েছেন মেসি। জিতেছেন লা ফিনালিসিমা। এবার লক্ষ্য বিশ্বকাপ জেতা। নভেম্বরে কাতারের মঞ্চে যাওয়ার আগের মহড়াও ঠিকঠাকভাবে সেরেছেন।
অপেক্ষা মূল আসরে আলো হয়ে জ্বলার। সেদিকে তাকিয়ে লাখো কোটি সমর্থকও। এর মধ্যে ছুটিতে পরিবারসহ উড়ে গেছেন স্পেনে। সেখানকার চিরচেনা ইবিজা দ্বীপে কাটছে তাঁর দারুণ কিছু সময়। হয়তো ইবিজার কোনো এক কোণে জন্মদিনের পার্টিটাও ধুমধাম করে করবেন মেসি।
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেন এই ফুটবল তারকা। শৈশব থেকেই ফুটবলের প্রতি তাঁর ভালোলাগা। এরপর বার্সেলোনার লা মাসিয়া থেকে মূল দলে জায়গা পেয়ে চমকে দেন বিশ্বকে।
মন্তব্য করুন