- খেলা
- শৈশবের ভূত মাথায় চেপে উদ্ভট ইনজুরিতে পাকুয়েতা
শৈশবের ভূত মাথায় চেপে উদ্ভট ইনজুরিতে পাকুয়েতা

ছবি: ফাইল
কাঁদার মাঠ কিংবা গলিতে ফুটবল খেলে, গাছে চড়ে, ঘুড়ি উড়িয়ে ব্রাজিলিয়ানদের বেড়ে ওঠা। অনেকটা ভারতীয় উপমহাদেশের শিশু-কিশোরদের মতো। রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস কিংবা লুকাস পাকুয়েতাদের শৈশব ওভাবেই কেটেছে।
ছুটিতে ব্রাজিলে গিয়ে ওই শৈশবের ভূত মাথায় চেপেছিল ফ্রেঞ্চ লিগের ক্লাব লিঁওতে খেলা ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতার। লিগ মৌসুম শেষ হয়েছে, আন্তর্জাতিক সূচি শেষ। নতুন মৌসুমের আগে ফুটবলাররা ছুটি কাটাতে ব্যস্ত।
ওই ছুটিতে পাকুয়েতার ঘুড়ি উড়ানোর স্বাদ জেগেছিল। কিন্তু শখ সুখকর হয়নি তার। বাতাসের চাপ বেশি থাকায় ঘুড়ির সুতায় হাতের আঙুল কেটে গেছে বাঁ-পায়ের এই মিডফিল্ডারের। প্রাথমিকভাবে সেলাই পড়েছে কয়েকটি। এখন তার হাতে সার্জারিও করাতে হবে।

ইনস্টাগ্রামে পাকুয়েতা তার ইনজুরির বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন। শৈশবে ফিরতে চাইলেই যে সম্ভব নয় ওই ইঙ্গিত করেছেন, ‘মনে রাখতে হবে যে, শৈশবের খেলাধুলারও একটা বয়স থাকে। ঘুড়ি উড়াতে গিয়েছিলাম। আঙুল কেটে গেছে। তেমন সমস্যা হয়নি। তবে ঝুঁকি এড়াতে অস্ত্রোপচার করাতে হবে।’
কাতার বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম ভরসার নাম লুকাস পাকুয়েতা। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্রাজিল কোচ তিতের হাতে তার যোগ্য বিকল্প নেই। লিগে সর্বশেষ মৌসুমে ১১ গোল করেছেন এই মিডফিল্ডার। সঙ্গে গোলে সহায়তা দিয়েছেন ১৫টির বেশি।
মন্তব্য করুন