- খেলা
- কাতার বিশ্বকাপে বাড়তি সুবিধা পাচ্ছে দলগুলো
কাতার বিশ্বকাপে বাড়তি সুবিধা পাচ্ছে দলগুলো

করোনা মহামারির কারণে বিশ্ব ফুটবলের অনেক নিয়মেই পরিবর্তন এসেছে। তার মধ্যে একটি হলো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সদস্য সংখ্যা। সাধারণত কোনো টুর্নামেন্টের জন্য দলগুলো ২৩ জনের স্কোয়াড ঘোষণা করে। তবে আসন্ন কাতার বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো নিজেদের স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখতে পারবে। এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংস্থা ফিফা।
বিবৃতিতে ফিফা জানায়, বিশ্বকাপের জন্য ঘোষিত দলের প্রাথমিক তালিকায় ৩৫–এর বদলে ৫৫ জন খেলোয়াড় রাখা যাবে। পরবর্তীতে চুড়ান্ত দলে কমপক্ষে ২৩ জন এবং সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় রাখতে পারবে। এর আগে গত বছর অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে উয়েফাও এ নিয়ম অনুসরণ করেছিল।
ফিফা মনে করে এই কোভিডের সময়ে যেই ৩২ দল বিশ্বের অন্যতম সেরা ইভেন্টে অংশ নিতে চলেছে তাদের পক্ষে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে যদি ২৬ জনের স্কোয়াড হয়। টুর্নামেন্টের মধ্যে ফুটবলাররা কোভিড আক্রান্ত হলে দল গঠনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে না সেই দেশ বা সেই দলের কোচকে। নতুন এই নিয়মের ফলে মোট ৯৬ জন অতিরিক্ত ফুটবলার ৩২ দলের হয়ে আসতে চলেছে কাতারে।
২১ নভেম্বর থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২২। প্রায় একমাস ধরে চলা এই প্রতিযোগীতা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
মন্তব্য করুন