- খেলা
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ মুমিনুল
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ মুমিনুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। টানা অফ ফর্মের কারণে বাদ পড়েছেন সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক, বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। দলে ফিরেছেন এনামুল হক বিজয় ও শরিফুল ইসলাম।
সিরিজ বাঁচাতে এ ম্যাচটিতে জয় ছাড়া বাংলাদেশের অন্য কোনো উপায় নেই। অ্যান্টিগায় প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ৭ উইকেটে হারে বাংলাদেশ। দুই ইনিংসে ব্যাট হাতে একমাত্র সাকিবই পারফর্ম করছে। সেন্ট লুসিয়ায় আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, কারণ ড্যারেন স্যামি স্টেডিয়ামের উইকেট বরাবরই বোলারদের একটু বাড়তি সুবিধা দিয়ে থাকে।
সাকিব জানান, সেন্ট লুসিয়ার উইকেট অ্যান্টিগার চেয়ে কিছুটা ভালো। উইকেটে পেস বোলিং ভালো হবে। বাউন্স থাকবে, স্কিডও করবে। কিন্তু ব্যাট করা কিছুটা সহজ হবে। দ্রুত রান উঠবে। শুরুতে বোলিং হোক কিংবা ব্যাটিং যাই হোক দলের কাছে সাকিবের চাওয়া শুরুর দুই ঘণ্টা দেখে-শুনে খেলা।
দুই টেস্টের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচ থেকে মোটে ১৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ। আর ৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট ছয়ে অবস্থান করছে উইন্ডিজ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ ও শরিফুল ইসলাম।
মন্তব্য করুন