- খেলা
- সেন্ট লুসিয়া টেস্টে টাইগার একাদশে দুই পরিবর্তন
সেন্ট লুসিয়া টেস্টে টাইগার একাদশে দুই পরিবর্তন

অ্যান্টিগা টেস্টের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে সেন্ট লুসিয়া টেস্টে নেমেছে বাংলাদেশ। টানা অফ ফর্মের কারণে বাদ পড়েছেন সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক, বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। মুমিনুল জায়গা হারিয়েছেন এনামুল হক বিজয়ের কাছে। ৮ বছর পর সাদা পোশাকে ফিরলেন তিনি। অন্যদিকে মুস্তাফিজের পরিবর্তে খেলবেন শরিফুল ইসলাম।
শুরুতে উইন্ডিজ সফরের টি-টোয়েন্টি আর ওয়ানডে স্কোয়াডে নাম ছিল বিজয়ের। ইয়াসির আলীর চোটে টেস্টেও ডাক পান তিনি। এনামুল তার শেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালের সেপ্টেম্বরে, এই সেন্ট লুসিয়াতেই। ২৯ বছর বয়সী বিজয় এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছেন। ৯.১২ গড়ে করেছেন ৭৩ রান।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ ও শরিফুল ইসলাম।
উইন্ডিজ একাদশ:
ক্রেইগ ব্র্যাথওয়েইট, জন ক্যাম্পবেল, রেমন রেইফার, এনক্রুমাহ বোনার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জশুয়া সিলভা, আলজারি জোসেফ, কিমার রোচ, জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ।
মন্তব্য করুন