অবশেষে কাইল মেয়ার্সকে ফেরালেন খালেদ। দলের লিড ১৫০ পার হতেই খালেদের বলে সাজঘরে ফিরেছেন তিনি। ২০৮ বল খেলে ১৪৬ রানে থেমেছেন তিনি।

১২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৭৬ রানে ব্যাট করছে স্বাগতিকরা। ক্রিজে আছেন কেমার রোচ (১০)। উইন্ডিজের লিড ১৫১ রান।

এর আগে তৃতীয় দিনের শুরুতেই মিরাজের ঘূর্ণিতে স্বস্তি পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে জশুয়া ডা সিলভাকে (২৯) এলবিডব্লিউর শিকার করে সাজঘরে পাঠান মিরাজ। এরপর শুরুর ১০ ওভার পরেই হানা দেয় বৃষ্টি। তাতে তৃতীয় দিনের প্রথম সেশনে আর বল মাঠে গড়ায়নি। প্রথম সেশনে ১০ ওভারে ৩৬ রান করে উইন্ডিজ। হারায় ২ উইকেট। 

সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনটি বাংলাদেশের জন্য ছিল হতাশার। সারাদিন ব্যাট করে স্বাগতিকদের মাত্র ৫ উইকেট নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। কাইল মায়ার্সের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নেওয়ার পথে থেকে দিনশেষ করে তারা। ক্যারিয়ারের প্রথম শতকের মতো দ্বিতীয় শতকটিও তিনি পেলেন বাংলাদেশেরই বিপক্ষে।