- খেলা
- পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ

ছবি: ফাইল
ভেন্যুর সঙ্গে খেলা শুরুর তারিখও চূড়ান্ত হয়েছিল। ১২-২৪ আগস্ট নেপালের পোখারায় অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। তবে নির্দিষ্ট সময়ে মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে না।
নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে নতুন কমিটি আসায় আরও কিছুদিন সময় নিচ্ছে তারা। যে কারণে আগস্টের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরুতে হতে পারে সাফ চ্যাম্পিয়নশিপ। বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন দক্ষিণ এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
তিনি বলেন, 'আপাতত নির্দিষ্ট সময়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ হচ্ছে না। নেপাল ফুটবলে নতুন কমিটি এসেছে। তাই তারা সময় নিয়ে আয়োজন করতে চাইছে।'
সর্বশেষ ২০১৯ সালে মেয়েদের এই সাফ হয়েছিল নেপালের বিরাটনগরে। সেই আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ২০১৬ সালে প্রতিযোগিতার ফাইনাল খেলা বাংলাদেশ। কিছুদিন আগে র্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে সাবিনা খাতুনরা।
এবারের সাফ নিয়ে বেশ আশাবাদী তার দল। ছয় দলের টুর্নামেন্টে এখনও গ্রুপিং চূড়ান্ত হয়নি। স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে হবে মেয়েদের সাফ।
মন্তব্য করুন