- খেলা
- সিলেটের বন্যার্তদের পাশে পর্তুগাল বাংলা প্রেসক্লাব
সিলেটের বন্যার্তদের পাশে পর্তুগাল বাংলা প্রেসক্লাব

সিলেটে ত্রাণসামগ্রী বিতরণ করে পর্তুগাল বাংলা প্রেসক্লাব - সমকাল
সিলেটে শুরু হওয়া ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে পর্তুগালে প্রবাসী সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাব। বৃহস্পতিবার সিলেটের বানভাসি প্রায় ১৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। এ সময় সংগঠনটি ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু ও লবন বিতরণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন ( ইউপি) পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, আসক ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, শ্রীপুর পাথর কোয়ারীর সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, সোহেল আহমেদ, আমির হোসেন প্রমুখ।
অতিথিরা পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান জানান। বন্যাদুর্গতের পাশে থাকার জন্য পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রশংসা করেন।
মন্তব্য করুন