- খেলা
- উইন্ডিজ বলেই জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
উইন্ডিজ বলেই জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
-samakal-62bfecb06ba24.jpg)
ক্রিকেটে সুইচ অফ আর সুইচ অন বলে কথা আছে। এক ফরম্যাটে সুইচ অফ করে আরেক ফরম্যাটে যাওয়াই সুইচ অন। বাংলাদেশ দলকে লাল বলের খেলা থেকে সাদা বলের খেলায় সুইচ অন করতে হচ্ছে চার দিনের ব্যবধানে। এই চার দিন আবার অনুশীলন করা হয়নি। ছুটি ছিল দুই দিন, এক দিন ভ্রমণে গেছে। ডমিনিকায় টি২০র অনুশীলন করা গেছে মাত্র এক দিন। আর এক সেশন অনুশীলন করে সাদা বলে কতটুকুই বা মানিয়ে নেওয়া যায়। তাই অনুশীলনের ঘাটতি নিয়েই আজ রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০ খেলতে নামবে বাংলাদেশ। অপ্রতুল প্রস্তুতির সঙ্গে সেন্ট লুসিয়া থেকে ক্রুজ শিপে ডমিনিকা পৌঁছাতে সমুদ্রপথের বিভীষিকার ছাপ তো রয়েছেই। ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশের তেতো স্বাদও সঙ্গী। সব মিলিয়ে একটু হলেও ব্যাকফুটে থেকে ক্যারিবীয়দের বিপক্ষে টি২০ খেলতে হচ্ছে মাহমুদউল্লাহদের।
সাদা বলের খেলা হলেও টেস্টের মতো টি২০ সংস্করণে অতটা ভালো দল না বাংলাদেশ। সেটা মেনে নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলার চেষ্টা থাকবে টাইগার শিবিরে। ২০২১ সালে চরম ব্যর্থ একটি বিশ্বকাপ খেলার পর দরজায় কড়া নাড়ছে আরেকটি টি২০ বিশ্বকাপ। আসছে অক্টোবর-নভেম্বরেই অস্ট্রেলিয়ার মতো স্পোর্টিং কন্ডিশনে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ।
বৈশ্বিক এ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে এই সিরিজ দিয়েই। দুই দিন আগেই তো ব্যাটিং কোচ জেমি সিডন্স বলছিলেন, বিশ্বকাপের দল গোছানোর কাজটি এখান থেকেই শুরু করতে হবে টিম ম্যানেজমেন্টকে। সেদিক থেকে ওয়েস্ট ইন্ডিজের মতো পাওয়ার হিটিং দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা গেলে আখেরে লাভই হবে।
বাংলাদেশ দলের ডমিনিকায় আগে টি২০ খেলার অভিজ্ঞতা নেই। তবে ২০১৮ সালে দুটি ওয়ানডে খেলে জিতেছিল। সেই দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার টি২০ দলেও আছেন। পুরো দলের মধ্যে সে অভিজ্ঞতা ভাগাভাগি করে সিরিজটি জয় দিয়েই করার পরিকল্পনা টাইগারদের। যদিও বিশ্বকাপের পর বাংলাদেশের তৃতীয় টি২০ সিরিজ এটি। নভেম্বরে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর মার্চে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষেও দুই ম্যাচের সিরিজ জিততে পারেননি মাহমুদউল্লাহরা। ঘরের মাঠে আফগানদের সঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করা দলের পক্ষে অ্যাওয়ে সিরিজ একটু কঠিনই হওয়ার কথা।
মাহমুদউল্লাহ-সাকিবরা এর পরও আশায় ঘরবসতি করতে চান। অপেক্ষাকৃত কম অভিজ্ঞ উইন্ডিজ দলের বিপক্ষে টি২০ সিরিজ জিতে ছন্দ নিয়ে যেতে চান এশিয়া কাপে। পাওয়ার হিটারদের বিপক্ষে এই চাওয়া পূরণ হওয়ার কিনা মাহমুদউল্লাহই ভালো বলতে পারবেন। তবে পরিসংখ্যান বিবেচনায় নিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০-তে ভালো করে বাংলাদেশ।
১৩ ম্যাচের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে ৫টি, ওয়েস্ট ইন্ডিজ ৭টি, অন্যটি পরিত্যক্ত। ২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপে উইন্ডিজকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। সেই থেকে নিয়মিত বিরতিতেই ক্যারিবীয়দের বিপক্ষে জয় আছে টাইগারদের। ২০১৮ সালে উইন্ডিজের মাটিতেই সিরিজ জিতেছিলেন সাকিবরা। তাই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আর ফরম্যাট টি২০ হওয়ায় আশাবাদী হতেই পারে বাংলাদেশ দল। কথা হচ্ছে, দুই দিন আগের সমুদ্র ভ্রমণের বিভীষিকা, টেস্টের হোয়াইটওয়াশ এবং প্রস্তুতির ঘটতির ছায়ার প্রভাব মাঠের পারফরম্যান্সে না পড়লেই হলো।
মন্তব্য করুন