- খেলা
- ওপেনিংয়ে আসছে পরিবর্তন, মাহমুদউল্লাহর ইঙ্গিত
ওপেনিংয়ে আসছে পরিবর্তন, মাহমুদউল্লাহর ইঙ্গিত
-samakal-62bffecf98cba.jpg)
সাদা পোশাকে বিধ্বস্ত হওয়ার পর এবার রঙিন পোশাকে জেগে ওঠার পালা। ডমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। শুরুর ম্যাচেই ওপেনিংয়ে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার অনুপস্থিতে ওপেনিংয়ে থিতু হতে পারছেন না কেউ। প্রায় প্রতি ম্যাচেই পরিবর্তন করতে হচ্ছে ওপেনিং জুটি।
এবারো ব্যতিক্রম হচ্ছে না। তার অংশ হিসেবে টি-টোয়েন্টিতে দেখা যেতে পারে নতুন ওপেনিং জুটিও। শনিবার মুনিম শাহরিয়ারের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। সংবাদ সম্মেলনে সেটির ইঙ্গিতও দিয়ে রাখলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, 'আমার মনে হয় মুনিম এখনো নতুন। বিজয় আসলো মাত্রই অনেক দিন পরে। ওদেরকে ভালো সময় দিতে হবে। একই সাথে টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব ফিডব্যাকটা দেওয়ার ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে। তারা যেন সুযোগগুলো সঠিকভাবে পায়। এটা নিশ্চিত করা জরুরি।'
শুধু তাই নয়, তাদের যথেষ্ট সময় দিয়েই প্রস্তুত করতে চান মাহমুদউল্লাহ, 'আমার তরফ থেকে আমি এটা চেষ্টা করবো। ঠিকভাবে সুযোগ পেয়ে যেন ওরা নিজেদের গেমটা খেলতে পারে। আশা করি, ওরা সুযোগ পাবে ও ভালো করবে।'
মুনিম-এনামুল যদি ওপেনিং করেন, তাহলে ব্যাটিং অর্ডারেও আসতে পারে পরিবর্তন। লিটন দাসকে নামতে হতে পারে তিন নম্বরে। এছাড়া মুশফিকুর রহিম না থাকায় তার পরিবর্তে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।
মন্তব্য করুন