- খেলা
- চুক্তি নবায়ন সালাহর, মন ভাঙলেন অনেকের
চুক্তি নবায়ন সালাহর, মন ভাঙলেন অনেকের

ছবি: ফাইল
চুক্তির শেষ বছরে এসে অ্যানফিল্ড ছেড়েছেন সাদিও মানে। লিভারপুলে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জেতা সেনেগাল তারকা বায়ার্ন মিউনিখে চলে গেছেন। মোহামেদ সালাহর সামনেও একই পথ খোলা ছিল। সুযোগ ছিল আগামী মৌসুমে চুক্তি শেষ হলে ফ্রি এজেন্টে ইউরোপের জায়ান্ট ক্লাবে খেলার।
তবে মিশরীয় তারকা লিভরাপুল ভক্তদের হতাশ করলেন না। হতাশ করলেন না গুরু জার্গেন ক্লপকে। বরং আগামী মৌসুমে ফ্রিতে তাকে দলে নেওয়ার স্বপ্ন দেখা ক্লাবগুলোর মন ভেঙেছেন তিনি। লিভারপুলের সঙ্গে নতুন করে চুক্তি করেছেন। ধারণা করা হচ্ছে নতুন চুক্তি তিন বছরের।

নতুন চুক্তি অনুযায়ী, আগামী ২০২৬ সাল পর্যন্ত লিভারপুলে থাকবেন তিনি। সালাহ চুক্তি নবায়ন করে বলেছেন, ‘সিদ্ধান্ত নিতে একটু সময় লেগে গেল। তবে সব কিছুই ঠিক মতো গেছে। এটা ক্লাবের সকলের জন্য খুশির খবর। চুক্তি করতে পেরে খুবই ভালো এবং উচ্ছ্বসিত লাগছে।’
সালাহ চুক্তি নবায়ন করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ জার্গেন ক্লপ। তার শিষ্যর এবং ক্লাবের সেরাটা সামনে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন তিনি, ‘সাপোর্টারদের জন্য এটা বিশেষ এক ট্রিট। খুব, খুবই খুশি। ক্লাবের সেরাটা সামনে অপেক্ষা করছে। এটা এখন সালাহর ক্লাব।’
মন্তব্য করুন