- খেলা
- ১৬ ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৬ ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
-samakal-62bfecb06ba24-samakal-62c0806fed2e7.jpg)
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের পৌনে ২টা পর হয়েছে টস। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে ১৬ ওভার খেলার সিদ্ধান্ত হয়েছে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১টা ১৫ মিনিটে।
বাংলাদেশ একাদশ: মুনিম, এনামুল, সাকিব, লিটন, মাহমুদুল্লাহ, আফিফ, সোহান, শেখ মেহেদি, শরিফুল, মুস্তাফিজ ও নাসুম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, সামারাহ ব্রুক, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডেনে স্মিথ, রোমারিও সেইফার্ট, আকিল হোসাইন, অবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালস।
মন্তব্য করুন