- খেলা
- ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক-তাসকিন
ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক-তাসকিন
-samakal-62c1cd1e45196.jpg)
ডমিনিকার উইন্ডসর পার্কে উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে।
বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। মুনিম শাহরিয়ার ও নাসুম আহমেদের বদলে একাদশে সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেনের। অন্যদিকে স্বাগতিকদের দলে এসেছে এক পরিবর্তন। ডেভন টমাসের চোটে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে কিপিং করা টমাসের জায়গায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল।
বাংলাদেশ একাদশ:
এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, কেমো পল, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, ওবেদ ম্যাককয়, হেইডেন ওয়ালশ।
মন্তব্য করুন