- খেলা
- লিসিচানস্ক দখলে নিয়েছে রাশিয়া, নিশ্চিত করল ইউক্রেন
লিসিচানস্ক দখলে নিয়েছে রাশিয়া, নিশ্চিত করল ইউক্রেন

পূর্বাঞ্চলের শহর লিসিচানস্ক রাশিয়ার দখলে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, লিসিচানস্কে ভয়াবহ লড়াইয়ের পর ইউক্রেনীয় সেনারা তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। খবর বিবিসির।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছিলেন, তার বাহিনী লিসিচানস্ক দখলে নিয়েছে। এর মাধ্যমে পুরো লুহানস্ক অঞ্চল দখলে নিল রাশিয়া।
ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, ইউক্রেনের সেনাদের জীবন রক্ষার্থে তাদের সেখান থেকে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্টিলারি, যুদ্ধবিমান, জনশক্তি এবং অন্যান্য ক্ষেত্রে রাশিয়ার একাধিক সুবিধা রয়েছে।
এর আগে রাশিয়ার চেচেন রিপাবলিকের প্রধান রমজান কাদিরভ একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, চেচেন যোদ্ধারা লিসিচানস্কের কেন্দ্রে অবস্থান করছেন।
মাত্র এক সপ্তাহ আগে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ আরেকটি শহর সেভেরোদোনেৎস্ক দখলে নিয়েছিল রাশিয়া।
মন্তব্য করুন