ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে বেশ কিছুদিন আগেই চুক্তি সম্পন্ন হয়েছে আর্সেনালের। তবে সোমবার গানাররা সদ্য সাবেক ম্যানসিটি তরুণের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে। তার হাতে ক্লাবের নাম্বার নাইন জার্সি তুলে দিয়েছে। পরিচয় করিয়ে দিয়েছে ভক্তদের সঙ্গে। 

ম্যানসিটি থেকে ৪৫ মিলিয়ন পাউন্ড দিয়ে তাকে কিনেছে ক্লাবটি। তার সঙ্গে চুক্তি করা হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। তাকে দলে নিতে পেরে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা, ‘আমি উচ্ছ্বসিত। তাকে আনতে পেরে ক্লাব অসাধারণ কাজ করেছে। ওকে আমি আগে থেকে চিনি। প্রিমিয়ার লিগের সফল ফুটবলার সে। অনেকদিন ধরেই জেসুস আমাদের পরিকল্পনায় ছিল।’ 

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে আনতে পেরে আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর এডু বলেছেন, ‘যারা ফুটবলের খোঁজ রাখেন, তারা জানেন জেসুস কতো ভালো ফুটবলার। ব্রাজিল দলের নিয়মিত সদস্য সে। নতুন সতীর্থদের সঙ্গে তার পরিচয়ের অপেক্ষায় আছি আমরা। তাকে আর্সেনালে স্বাগত।’ 

পাঁচ মৌসুম ম্যানসিটিকে কাটিয়েছেন জেসুস। দলটির হয়ে তিনটি লিগ জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছেন। মাঠে নামার সুযোগ পেলেই সেরাটা দিয়েছেন। কিন্তু সিটি কোচ পেপ গার্দিওয়ালার সেরা পছন্দ হয়ে উঠতে পারেননি তিনি। সেজন্য নতুন চ্যালেঞ্জ নিতে গানার শিবিরে যোগ দিয়েছেন তিনি। 

আর্সেনালের তিন ব্রাজিলিয়ান গাবি এক ফ্রেমে। ছবি:  আর্সেনালের ফেসবুক

জেসুস বলেছেন, ‘ঈশ্বরের কৃপায় একাধিক পজিশনে আমি খেলতে পারি। তবে আমার সেরা পজিশন নাম্বার নাইন। আমার সেরা যোগ্যতা হলো বল পায়ে কিংবা বল ছাড়া দলকে মাঠে সহায়তা করা। এখানেও দলকে পরিশ্রম করে ও গোলে সহায়তা দিয়ে এগিয়ে নিতে চাই। তবে অবশ্যই আমার প্রথম দায়িত্ব গোল করা।’ 

জেসুসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির ঘোষণার পরে তিন ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েলের একসঙ্গে ছবি পোস্ট করেছে আর্সেনাল। তারা হলেন- লেফট উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। দারুণ এক মৌসুম পার করা গানারদের বাঁ-পায়ের সেন্ট্রাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘাইলেস এবং নতুন যোগ দেওয়া স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। এখন ভক্তদের আর্সেনালে ব্রাজিলিয়ান সাম্বা দেখার অপেক্ষা।