- খেলা
- জ্বালানি কিনতে ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
জ্বালানি কিনতে ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে
জ্বালানি আমদানির ক্ষেত্রে সহায়তার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তা চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
নগদ অর্থ সংকটে থাকা দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট গোটাবায়া এ কথা জানান। খবর বিবিসির।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা।
গোটাবায়া বলেন, পুতিনের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।
পেট্রোলের রিজার্ভ দ্রুত ফুরিয়ে আসছে বলে শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী সতর্ক করার পর এ খবর এলো।
বর্তমান পরিস্থিতিতে বুধবার সরকারের বিরুদ্ধে কলম্বোতে হাজারো মানুষ বিক্ষোভ করেন। এমন সময় রুশ নেতার সঙ্গে আলাপ হওয়ার কথা জানিয়ে টুইটারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট লেখেন, আমি জ্বালানি আমদানির জন্য ক্রেডিট সহায়তার প্রস্তাবের অনুরোধ করেছি।
তিনি আরও বলেন, ‘আমি বিনীতভাবে অনুরোধ করেছি’ মস্কো ও কলম্বোর মধ্যে ফ্লাইট পুনরায় চালু করার জন্য।
গত মাসে রাশিয়ার পতাকাবাহী অ্যারোফ্লোট শ্রীলঙ্কায় তাদের সেবা স্থগিত করার ঘোষণা দেয়।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, পর্যটন, বাণিজ্য এবং সংস্কৃতির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আমরা সর্বসম্মতভাবে একমত হয়েছি ।
সংকট চলাকালে সরবরাহ স্বাভাবিক রাখতে শ্রীলঙ্কা আগে থেকেই রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এখন দেশটির সরকার ইঙ্গিত দিয়েছে যে, তারা রাশিয়ার কাছ থেকে আরও বেশি পরিমাণে জ্বালানি কিনতে ইচ্ছুক।
মন্তব্য করুন