- খেলা
- রোনালদোকে প্রত্যাখ্যান পিএসজির, মেসিকে চুক্তির প্রস্তাব
রোনালদোকে প্রত্যাখ্যান পিএসজির, মেসিকে চুক্তির প্রস্তাব

ছবি: ফাইল
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান না ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান তিনি। তার এজেন্ট খুঁজছেন নতুন ক্লাব। তবে বায়ার্ন মিউনিখকে প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান হয়েছেন। প্রত্যাখ্যান হয়েছেন পিএসজির থেকে।
পর্তুগিজ যুবরাজকে ফিরিয়ে দিয়ে প্যারিসের ক্লাবটি লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নের কথা পেড়েছে। তার সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি করতে চান নাসের আল খেলাইফি। পিএসজি’র ভেতরের সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এমনটাই দাবি করেছে।
ফ্রি এজেন্টে পাওয়া মেসির সঙ্গে পিএসজি’র চুক্তি হয়েছিল তিন বছরের। এর মধ্যে এক বছর ছিল ঐচ্ছিক চুক্তি। অর্থাৎ, মেসির ভালো লাগলে এবং দুই পক্ষের সম্পর্কের উন্নয়ন হলেই প্যারিসে থেকে যাবেন তিনি; এমনই ছিল কথা। ওই ঐচ্ছিক এক বছর পাকা করে নিতে চায় চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন দেখা ক্লাবটি।

মেসি কি চুক্তি নবায়ন করবেন? সংবাদ মাধ্যমের ভাষ্যে মতে, ‘আপাতত না’। কাতারে অনুষ্ঠিত আগামী নভেম্বরের বিশ্বকাপের আগে কোন সিদ্ধান্ত নিতে চান না তিনি। বিশ্বকাপ শেষে ফুটবলের প্রতি নিজের আবেগ, শারীরিক অবস্থা এবং ক্লাবের প্রজেক্ট, স্বপ্ন সব মিলিয়েই নাকি তিনি সিদ্ধান্ত নেবেন। চুক্তি নবায়ন করবেন কিনা সেটা হয়তো শীতকালীন দলবদলের সময় জানা যাবে।
পিএসজিতে প্রথম মৌসুমে নিজের সেরাটা দিতে পারেননি লিও। বার্সার জার্সিতে যা দেখিয়েছেন, বছর জুড়ে আর্জেন্টিনা জার্সিতে যেভাবে খেলেছেন পিএসজির হয়ে তার কিছুই তিনি দেখাতে পারেননি। তবু কেন পিএসজি তার সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী?
প্রথম উত্তর হলো, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসিকে কে না চায়। দ্বিতীয় বিষয় হলো- মেসিকে নিয়ে পিএসজির ব্যবসা। বহু তারকা ফুটবলার কিনেছে পিএসজি। যেমন- ডেভিড বেকহ্যাম, জ্লাতান ইব্রাহমোভিচ, নেইমার কিংবা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ৭০০ মিলিয়ন পাউন্ড আয়ের মাইলফলক পিএসজি ছুঁয়েছে লিও প্যারিসে আসার পরে। তাও কিনা করোনার বছরে! এমন ডিম পাড়া সোনার হাস তেল ব্যবসায়ী খেলাইফি কেন হারাবেন?
মন্তব্য করুন