ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন বিরাট কোহলি। তবে ১০ উইকেটে জয়ের ম্যাচে একাদশে জায়গা পাননি সাবেক ভারতীয় অধিনায়ক। কারণ ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা তিনে থাকলেও তিনি অফ ফর্মে আছেন। 

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ থেকে বাদ দেওয়া হলো বিরাটকে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে বিশ্রাম দেওয়ার কথা বলেছে। বিরাটও নাকি আগেই তাকে বিশ্রাম দেওয়ার কথা বোর্ডকে জানিয়ে রেখেছিলেন। 

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দল থেকেও বিশ্রাম নিয়েছেন বিরাট। ওই সিরিজ থেকে অবশ্য বিশ্রাম নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। তার জায়গায় নেতৃত্বেভার দেওয়া হয়েছে শেখর ধাওয়ানকে। 

কোহলির বিশ্রাম পাওয়ার সঙ্গে দল ঘোষণা নিয়ে বড় খবর হলো ফিরেছেন অভিজ্ঞ স্পিনার রবিশচন্দন অশ্বিন। গত বছরের নভেম্বরে জাতীয় দলের হয়ে শেষ টি-২০ খেলেছেন তিনি। তাকে ফেরানোর অর্থ হলো, চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের পরিকল্পনায় আছেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টি-২০ দল: রোহিত শর্মা, ইশান কিষাণ, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, দিপক হুদা, শ্রেয়াস আয়ার, দিনেশ কার্তিক, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিশচন্দন অশ্বিন, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্শেল প্যাটেল, আর্শাদীপ সিং।