বাংলাদেশ জাতীয় দলের পেস অলরাউন্ডার শহিদুল ইসলাম ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। তাকে সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

শহিদুল এন্টি ডোপিং বিধির ২.১ ধারা ভেঙেছেন। ২৭ বছর বয়সী পেসারের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে চলতি বছরের ২৮ মে থেকে। অর্থাৎ আগামী বছরের ২৮ মার্চ তিনি ক্রিকেটে ফিরতে পারবেন।

আইসিসি নিয়মিত ডোপ টেস্টের অংশ হিসেবে শহিদুলের নমুনা সংগ্রহ করে। তার মূত্রে ক্লোমিফিন পাওয়া গেছে। যা ওয়াল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ডব্লিউেএডিএ) নিষিদ্ধের তালিকাভুক্ত।

তাকে নিষিদ্ধ করলেও আইসিসি জানিয়েছে যে, শহিদুল ওই ওষুধ অনিচ্ছাকৃত নিয়েছিলেন। একটি শারীরিক সমস্যার জন্য ওষুধটি তাকে নিতে বলা হয়েছিল। পারফরম্যান্স বৃদ্ধির জন্য তিনি তা গ্রহণ করেননি।

ডানহাতি পেসার শহিদুল বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে গত বছরের নভেম্বরে একটি টি-২০ খেলেছেন। ৩৩ রান দিয়ে তিনি মোহাম্মদ রিজওয়ানকে শিকার করেন। তবে অনেকদিন ধরেই বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন তিনি।

জাতীয় দলের সঙ্গে বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরের দলে ছিলেন তিনি। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের দলেও তাকে রাখা হয়েছিল। কিন্তু সাইড স্ট্রেন ইনজুরির কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নেন এই পেসার।