- খেলা
- অবশেষে বার্সায় যোগ দিচ্ছেন লেভা
অবশেষে বার্সায় যোগ দিচ্ছেন লেভা

ছবি: ফাইল
বায়ার্ন মিউনিখের অনুশীলনে যোগ দিয়েছেন রবার্ট লেভানডভস্কি। তবে মন বদলাননি। জার্মানি ছাড়ার এবং বার্সেলোনায় আসার সিদ্ধান্তে স্থির থেকেই বায়ার্ন ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি।
এবার তাই বাভারিয়ানরা লেভার প্রতি নরম হয়েছে। তাকে বার্সেলোনার কাছে বিক্রি করে দিতে রাজি হয়েছে ক্লাবটি। আর্থিক ব্যাপারেও দুই ক্লাব সমঝোতায় পৌঁছে গেছে। সংবাদ মাধ্যম দাবি করেছে, সব মিলিয়ে ৫০ মিলিয়ন ইউরোতে লেভাকে ছেড়ে দিচ্ছে বায়ার্ন।
ফুটবলারদের দলবদল বিশেষজ্ঞ ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, আজই লেভানডভস্কি চুক্তি করার জন্য বার্সায় আসবেন। সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে বার্সায় আসার ব্যাপারে আলাপ-আলোচনা সেরে রেখেছিলেন লেভা।
তার সঙ্গে চুক্তির মধ্য দিয়ে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়াই করার মতো আক্রমণভাগ গড়ে ফেলতে যাচ্ছেন। রাপিনহাকে এনেছে ক্লাবটি। ডেম্বেলে চুক্তি নবায়ন করেছেন। বাকি কেবল রক্ষণ অটুট করা। একজন ডিফেন্ডার কিনতে পারলে ওই চিন্তাও পূরণ হয়ে যাবে ক্লাবটির।
মন্তব্য করুন