তাঁকে নিতে চাওয়া হয়েছিল শুধু টি২০ এবং ওয়ানডের জন্যই এবং তাঁকে কয়েকটি সিরিজে নিয়মিত খেলানোর নিশ্চয়তাও দেওয়া হয়েছে সেভাবেই। কিন্তু তাঁর অনুরোধ ছিল সঙ্গে টেস্টেও একটা সুযোগ দিতে। সব ফরম্যাটেই তিনি জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। 

সে কারণেই এবারের ক্যারিবীয় সফরে যখন চোটে পড়লেন ইয়াসির রাব্বি, তখন তাঁর বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হয় এনামুল হক বিজয়কে। প্রায় সাড়ে সাত বছর পর ঢাকা লিগ কাঁপানো ব্যাটার অবশেষে নামেন আন্তর্জাতিক ম্যাচে। 

সেন্ট লুসিয়া টেস্টের দুই ইনিংসে মোট ২৭ (২৩ আর ৪) রান করেন বিজয়। এরপর তিনটি টি২০-তে নেমেও খুব একটা সুবিধা করতে পারেননি। ১৬, ১৩ আর ১০ রান করে সিরিজের দ্বিতীয় পরীক্ষায় দাগ কাটতে পারেননি; বরং তাঁর আউট হওয়ার ধরন আর ফুটওয়ার্ক নিয়ে পুরোনো অভিযোগগুলোই সামনে এসেছে। 

তবে ওই দুই ফরম্যাট বাদ দিলে আজ তাঁর 'আসল পরীক্ষা' শুরু হচ্ছে গায়ানায় তৃতীয় এবং সিরিজের শেষ ওয়ানডে দিয়ে। প্রথম দুই ওয়ানডেতে তাঁকে না নামানোয় কথা উঠেছিল। ফেসবুকে ফিসফিসানি শুরু হয়েছিল এই বলে, যে ফরম্যাটে ঢাকা লিগে রেকর্ড রান করে রীতিমতো হৈচৈ ফেলে দিল, সেই ছেলেকেই কিনা সেই ফরম্যাটে একাদশে রাখা হয়নি। 

অবশেষে দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন রিজার্ভ বেঞ্চে বসে থাকাদের সুযোগ দেওয়া হবে শেষ ম্যাচে। তামিমের কথায় এমনও ইঙ্গিত আছে যে, প্রয়োজনে তিনি নিজে বসে থেকেও আজ বিজয়কে খেলাবেন। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় বেশ কিছু পজিশনে ব্যাকআপ দেখে নিতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট। 

বিজয়কেও টপ অর্ডারের তেমন বিকল্প ভাবা হচ্ছে। এখন চ্যালেঞ্জটা বিজয়ের নিজের। অতীতে 'স্বার্থপর' ব্যাটার অনুযোগ নিয়ে জাতীয় দলের বাইরে চলে গিয়েছিলেন। এবার অন্তত তাঁর কাছে তেমন কিছু আশা করছেন না কেউ।

ঢাকা লিগে এবারের মৌসুমে রেকর্ড ১১৩৮ রান করেন বিজয়। ১৫ ইনিংসে দারুণ ধারাবাহিক ছিলেন তিনি। ৩ সেঞ্চুরি আর ৯টি হাফ সেঞ্চুরি মিলিয়ে ফর্মের তুঙ্গে থাকার ইঙ্গিত দিয়েছেন। এবার তাঁকেই প্রমাণ করতে হবে, তিনি শুধু ঘরোয়া লিগের আত্মবিশ্বাসটা আন্তর্জাতিক ক্রিকেটেও প্রদর্শন করবেন। 

জাতীয় দলের ক্যারিবীয় সফরের পর ' এ' দলের হয়ে চারদিনের ম্যাচেও রাখা হয়েছে তাকে। সুযোগ দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ফের লাল বলে ভালো কিছু করার। সুতরাং ছিটকে যাওয়ার ভয় নিয়ে তাঁকে আজ কোনোভাবেই মাঠে নামতে হবে না। আরও বেশ কিছু ম্যাচ তিনি পাবেন জাতীয় দলে ফিরে আসার দ্বিতীয় পরীক্ষায়। সুতরাং আজ তাঁকে খেলতে হবে দলের জন্য, নিঃস্বার্থ ভাবেই।