টেনিস কোর্টকে বিদায় জানিয়েছেন অনেক দিন আগেই। তবে জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার। নিজের জন্মদিনে ভক্তদের সুখবর জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। এবার প্রেমিক আলেকজান্ডার গিলকেস ও তার কোল আলো করে এল এক ফুটফুটে ছেলে সন্তান। সেই খবর ও ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী।

শারাপোভা সন্তানের নাম দিয়েছেন থিয়োডর। ছবির সঙ্গে শারাপোভা লিখেছেন, 'আমাদের ছোট্ট পরিবারে সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম আজ।' শারাপোভা যে মা হতে চলেছেন, এটা জানা গিয়েছিল গত এপ্রিলে। জন্মদিনেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন রাশিয়ার প্রাক্তন খেলোয়াড়।

শারাপোভার সন্তানকে স্বাগত জানিয়ে ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) এক টুইট বার্তায় লিখেছে, 'পৃথিবীতে তোমায় স্বাগতম থিয়োডর। অভিনন্দন মারিয়া শারাপোভা।'

২০২০ সালের ডিসেম্বরে ব্রিটিশ মিলিয়নিয়ার আলেক্সান্ডার গিলকেসের সঙ্গে গাটছড়া বাঁধেন টেনিসের এই গ্ল্যামার গার্ল। গিলকেস ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়ামের বন্ধু। এমনকি প্রিন্স হ্যারির সঙ্গেও তার ভীষণ সখ্যতা রয়েছে। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতেও দাওয়াত পেয়েছিলেন গিলকেস।

ক্যারিয়ারের মাঝপথে থাকার সময় ডোপিং করার দায়ে নির্বাসিত হয়েছিলেন শারাপোভা। নিজেই স্বীকার করেছিলেন না জেনে নিষিদ্ধ ওষুধ নেওয়ার কথা। ডব্লিউটিএ তাকে নির্বাসিত করে। ফিরে এসে সে ভাবে আর টেনিসে ছাপ ফেলতে পারেননি তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নেন। এর পরই জানিয়ে দেন ব্রিটিশ ব্যবসায়ী গিলকেসের সঙ্গে নিজের সম্পর্কের কথা। টেনিস ছাড়লেও এখনও বিশ্বে সমান জনপ্রিয় তিনি।