- খেলা
- বিশ্বকাপের মূল পর্বে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস
বিশ্বকাপের মূল পর্বে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস

১৬ দলের মধ্যে ১৪টি দল আগেই চূড়ান্ত ছিল। এবার নিশ্চিত হয়ে গেলো বাকি দুটি দল। বাছাইপর্ব 'বি'তে নিজ নিজ সেমিফাইনালে জিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের টিকিট কেটেছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ 'এ' থেকে বিশ্বকাপ নিশ্চিত করে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
গত বছর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে। তবে এবার জায়গা করে নিল তারা। পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবারের মতো খেলবে জিম্বাবুয়ে। অন্যদিকে গতকাল বাছাইপর্বের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে নেদারল্যান্ডস।
২০১৬ সালের পর থেকে জিম্বাবুয়ে বিশ্বকাপে অনুপস্থিত। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথাও তাদের দেখা মেলেনি। কারণ তারা বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করেনি।
উল্লেখ্য, আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করা ১৪টি দল হলো-অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নামিবিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজ।
মন্তব্য করুন