- খেলা
- আফগানিস্তানের নতুন কোচ জোনাথন ট্রট
আফগানিস্তানের নতুন কোচ জোনাথন ট্রট

আফগানদের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ট্রট
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জোনাথন ট্রটকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ৯ আগস্ট থেকে বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিজের কোচিং পেশায় নতুন যাত্রা শুরু করবেন ট্রট। নতুন এ যাত্রার দায়িত্ব পেলে সম্মানিত ও শিহরিত বোধ করছেন তিনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়, আগস্টে আয়ারল্যান্ড সফর থেকে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায় অবতীর্ণ হবেন ট্রট।
আফগানিস্তান ক্রিকেট দলকে দেওয়া এক বিবৃতিতে ট্রট বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দলগুলোর মধ্যে একটি হলো আফগানিস্তান। এমন একটি দলের কোচিংয়ের সুযোগ দেওয়ায় আমি অত্যন্ত সম্মানিত এবং শিহরিত।'
তিনি আরও বলেন, 'আমি এমন একদল খেলোয়াড়ের সাথে কাজ করার জন্য অপেক্ষা করছি। যারা স্পষ্টতই এমন একটি স্টাইলে ফলাফল তৈরি করতে সক্ষম, যা আফগানিস্তানের জনগণকে গর্বিত করবে।'
২০১৮ সালে অবসর নেওয়ার পর ট্রট ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এছাড়া ইংল্যান্ড লায়ন্স এবং অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে ছিলেন তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দেখা গেছে ৪১ বছর বয়সী সাবেক এই ডানহাতি ব্যাটারকে।
ট্রট ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্টে করেছেন ৩৮৩৫ রান। ৯টি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে ২টি ডাবল সেঞ্চুরি ও ১৯টি ফিফটি। ২০১০-১১ মৌসুমে ইংল্যান্ডকে অ্যাশেজ জেতানোর অন্যতম নায়ক ছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটেও দারুণ সফল ট্রট। ২৮১৯ রান করেছেন ৬৮টি ওয়ানডে ম্যাচে। ৪টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২২টি হাফ-সেঞ্চুরি।
মন্তব্য করুন