আগামীকাল হতে যাচ্ছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। বাংলাদেশ সময় সকাল ৯টায় যুক্তরাষ্ট্রে এলেজায়ান্ট স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আগের মৌসুমের ব্যর্থতা ভুলে শক্তিশালী দল গঠন করেছে কাতালানরা। তাই সমর্থকদের আশা জমজমাট এক এল ক্লাসিকো দেখতে পাবে তারা।

এই ম্যাচের আগে শুরু হয়েছে দুই দলের কথার লড়াই হচ্ছে, হচ্ছে মনস্তাত্ত্বিক লড়াইও। তারই প্রেক্ষিতে এবার এল ক্লাসিকোর আগে লস ব্লাঙ্কোদের খোঁচা দিলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। লাস ভেগাসে বিশাল এক ইলেকট্রনিক ব্যানার উন্মোচন করেছে বার্সেলোনা। হোয়ান লাপোর্তার প্রচারণা ব্যবস্থাপক লুইস কারাসকোর বানানো সেই ব্যানার দিয়ে মূলত খোঁচা দেওয়া হয়েছে রিয়ালকে।

ব্যানারে লাপোর্তার একটি ছবি ভেসে ওঠে, সঙ্গে স্প্যানিশ ভাষায় কিছু লেখাও। সেই লেখার বাংলা মানে দাঁড়ায়, 'দুশ্চিন্তা কোরো না মেরেঙ্গুস (রিয়াল মাদ্রিদ)। ভেগাসে যাই ঘটুক, সেটা ভেগাসেই থাকবে।' 

দিন দুয়েক আগে ইন্টার মায়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে বার্সার নতুন তারকা রাফিনহা এক গোল করার পাশাপাশি দুই গোলে অ্যাসিস্ট করেন। দুবারের ফিফা বর্ষসেরা ও বুন্দেসলিগায় একের পর এক রেকর্ডগড়া লেভানদোভস্কি রয়েছেন অভিষেকের অপেক্ষায়। সবমিলিয়ে রিয়াল মাদ্রিদকে বিপক্ষে লড়ার যথেষ্ট সামর্থ্য রয়েছে লাপোর্তার বার্সেলোনার।