ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

প্রোটিয়া লিগে খেলতে পারেন ভারতীয় ক্রিকেটাররা

প্রোটিয়া লিগে খেলতে পারেন ভারতীয় ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২২ | ০৬:৪০ | আপডেট: ২৩ জুলাই ২০২২ | ০৬:৪০

সাধারণত দেশের বাইরে নিজেদের ক্রিকেটারদের খেলতে দেয় না ভারত। নিজেদের ক্রিকেটারদের নিয়ে ভীষণ 'কড়া' ভারতীয় ক্রিকেট বোর্ড।  নিজেরাই আয়োজন করেন সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। তাই আইপিএলের বাইরে অন্য দেশের কোনো ক্লাবে খেলার অনুমতি পান না কোহলি-রোহিতরা। এর আগেও ভারতীয় বোর্ডের কাছে ক্রিকেটাররা অনুরোধ জানিয়েছিলেন, অন্য ক্লাবে খেলতে। কিন্তু একগুয়ে বিসিসিআই তাতে কর্ণপাত করেনি তেমন। 

অবশেষে ভারতীয় ক্রিকেটারদের অন্য টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি হচ্ছে। বিসিসিআই এখন সীমিত পরিসরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে। অনেক দিন ধরেই বিসিসিআইয়ের কাছে বিদেশি টি-টোয়েন্টি লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি প্রদানের অনুরোধ জানিয়ে আসছিল।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হতে চলা ক্লাব ক্রিকেট লিগেও দল কিনেছে আইপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি মালিক। প্রোটিয়াদের দেশের ক্রিকেট লিগে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের মুকেশ আম্বানি, চেন্নাই সুপার কিংসের এন শ্রীনিবাসন, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালসের পার্থ জিন্দাল, লখনউ সুপার জায়ান্টসের মনোজ বদালে এবং রাজস্থান রয়্যালসের মালিকদের দল। যে কারণে এই টুর্নামেন্টকে 'মিনি আইপিএল' বলেও ডাকতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের হয়তো আর আটকে রাখবে না বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বিষয়ে বিসিসিআইকে অনুরোধ জানানো হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেপ্টেম্বরের বার্ষিক সাধারণ সভায় ।

বর্তমানে শুধু সাবেক ক্রিকেটাররাই শুধু বিদেশি লিগে অংশ নিতে পারেন। এছাড়া নারী ক্রিকেটারদেরও বাইরের লিগ খেলার ছাড়পত্র দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। কিন্তু বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোনও পুরুষ ক্রিকেটার দেশের বাইরের কোনও লিগে খেলার অনুমতি পান না।

whatsapp follow image

আরও পড়ুন

×