এমবাপের গোলে জাপানি ক্লাবকে হারাল পিএসজি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২২ | ০৭:১১ | আপডেট: ২৩ জুলাই ২০২২ | ০৭:১১
প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে জাপানে অবস্থান করছে পিএসজি। প্রস্তুতির তৃতীয় ম্যাচে জাপানি ক্লাব উরাও রেডসের বিপক্ষে জয় তুলে নিয়েছেন লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। দলটির হয়ে গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপে।
ম্যাচের ১৬তম মিনিটে ইকার্দির পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন সারাবিয়া। ৩৫ মিনিটে বেরনাটের পাস থেকে স্কোরশিটে নাম লেখান ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই খোলসের বন্দী ছিল পিএসজি। কোনো মতেই গোলের দেখা মিলছিল না। ম্যাচের ৭৬তম মিনিটে নুনো মেন্ডেসের পাস থেকে ব্যবধান বাড়ায় পিএসজি। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
প্রাক মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে জাপানি ক্লাব গাম্বা ওসাকার বিপক্ষে মাঠে নামবে পিএসজি। চলতি বছরের ১ আগস্ট থেকে নিজেদের নতুন মৌসুম শুরু করবে ক্লাবটি।