ছেলেদের কোপা আমেরিকায় ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার লড়াইটা বেশ জমে। কিন্তু মেয়েদের কোপায় পুরোই উল্টো। এখানে যেন এক বনে এক বাঘ ব্রাজিল। ফাইনালে উঠলেই শিরোপা যায় তাদের ঘরে। 

শুধু একবারই ব্যতিক্রম হয়েছিল ২০০৬ সালে। সেবার আর্জেন্টিনার কাছে হেরে ট্রফি হাতছাড়া করে সেলেকাও নারী দল। বাকি সাতবারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। এবার আরেকটি শিরোপার ক্ষণ গুনছে দেশটি।

এরই মধ্যে সেমিতে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল নারী ফুটবল দল। তাদের হয়ে একটি করে গোল করেন বরগেস ও বেট্রিজ। ৩১ জুলাই ভোর ৬টায় ফাইনাল। 

যেখানে ব্রাজিল খেলবে কলম্বিয়ার মেয়েদের বিপক্ষে। যারা সেমিতে আর্জেন্টিনার স্বপ্ন চুরমার করেছিল। এদিকে, কোপার চলমান আসরে ব্যক্তিগত সাফল্যের দৌড়েও এগিয়ে ব্রাজিলের মেয়েরা। সবচেয়ে বেশি ৫ গোল করেছেন দলটির আদ্রিয়ানা।