- খেলা
- নারী সাফে গ্রুপ পর্বে ভারতকে পেল বাংলাদেশ
নারী সাফে গ্রুপ পর্বে ভারতকে পেল বাংলাদেশ

ছবি: ফাইল
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাঁচবারের ট্রফিজয়ী ভারতের গ্রুপে পড়েছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে ৬ থেকে ৯ সেপ্টেম্বর বসবে আসরটি।
শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র। সেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আছে পাকিস্তান ও মালদ্বীপ। সাত দল নিয়ে হতে যাওয়া এবারের আসরের ‘বি’ গ্রুপে আছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা।
২০১০ সাল থেকে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর হয়েছে পাঁচটি। প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নেপাল চারবার রানার্সআপ হয়েছে এবং বাংলাদেশ হয়েছিল একবার।
২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে হওয়া আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরেছিল মেয়েরা। ওইবারও গ্রুপ পর্বে ভারতকে পেয়েছিল বাংলাদেশ।
বাফুফে ভবনে এই ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। স্বাগতিক নেপাল ও অংশগ্রহণকারীদের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতকে এক নম্বর পটে রেখে লটারির মাধ্যমে দুই গ্রুপে ভাগ করা হয়।
মন্তব্য করুন