বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের উদ্যোগে ও সাউথ পয়েন্ট ফিটনেস জোনের ব্যবস্থাপনায় মি. ঢাকা ওপেন বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। এর পৃষ্ঠপোষকতায় ছিল ওয়ালটন।

তিন দিনের এই প্রতিযোগিতায় তিন ইভেন্টের ১১টি ক্যাটাগরিতে ৪৫০ জন অংশ নিয়েছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার, বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান এবং ২৪নং ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলর।

আয়োজনে দলগত চ্যাম্পিয়ন হয়েছে জিম জোন, বসুন্ধরা। দলগত রানার্স আপ সুপার ফিট জিম, মিরপুর। ৬০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন মুন্না নাইট্রিপের মো. আরিফ। ৬৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন ফিটনেস প্লানেট জিমের সাকিব উদ্দীন। ৭০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন ফিটনেস কিংডম জিমের নাঈম উদ্দীন ইরফান। ৭৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন জিম জোনের শেখ মো. রনি।

এছাড়া ৮০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন এমএস গোল্ডেন জিমের মো. আসিফ আক্তার। ৮৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন সুপার ফিট জিমের তানজির রুবাইয়াত শুভ। ৮৫ কেজির বেশি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন জিম জোনের শেখ জামাল।

১১টি ক্যাটাগরিতে সেরা ১১ জন সেরা খেলোয়াড়কে ১০ হাজার টাকার অর্থ পুরস্কার ছাড়াও মেডেল এবং স্ট্যাচু দিয়ে সম্মানিত করা হয়েছে। প্রতিযোগিতায় সেরাদের সেরা নির্বাচিত হয়েছেন জিম জোনের শেখ জামাল। তিনি পেয়েছেন ওয়ালটনের একটি ফ্রিজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ালটনের ডিরেক্টর আনোয়ার বলেন, মি. ঢাকা বডি বিল্ডিং অনেক বড় প্রতিযোগিতা। চ্যাম্পিয়নশিপে বিজয়ীদের অভিনন্দন। ভবিষ্যতে এমন আয়োজনে ওয়ালটন পাশে থাকবে। ফেডারেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আসরটি সফলভাবে শেষ হয়েছে। আয়োজনের ব্যবস্থাপক ও পৃষ্ঠপোষককে ধন্যবাদ দেন তিনি।