সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে পেস আক্রমণের সেরা ভরসা জাসপ্রিত বুমরাহকে পাচ্ছে না ভারত। পিঠের ইনজুরিতে ভুগছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকরা টি-২০ বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের দলীয় সূত্রে বিষয়টি সংবাদ মাধ্যম ক্রিকবাজ নিশ্চিত করেছে। বিসিসিআই নির্বাচকরা সোমবারই এশিয়া কাপের দল ঘোষণা করতে পারেন বলেও জানানো হয়েছে।  

ডানহাতি ভারতীয় পেসার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন। তবে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে আট ম্যাচের সিরিজ থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়। এর আগে আরেক ভারতীয় পেসার হার্শেল প্যাটেল ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে গেছেন। 

এশিয়া কাপের দলে ফিরতে যাচ্ছেন টপ অর্ডার ব্যাটার কেএল রাহুল এবং বিরাট কোহলি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরে স্লগে ভালো করতে না পারলেও দিনেশ কার্তিক দলে টিকে যাবেন বলে মনে করা হচ্ছে। স্পিনার রবিশচন্দন অশ্বিন ফিরতে যাচ্ছেন এশিয়া কাপের দলে।