জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেট ৩০৩ রান করে হেরেছে বাংলাদেশ। পরের ম্যাচে হেরেছে তিনশ’ ছোঁয়া রান করে। দুই ম্যাচেই দল ভালো শুরু পেয়েছিল। প্রথম ম্যাচে সংগ্রহটা অনায়াসে ৩৩০ হতে পারতো। দ্বিতীয় ম্যাচেও মিডল অর্ডারের ব্যাটিং নিয়ে প্রশ্ন আছে। 

ফ্ল্যাট উইকেটে বাংলাদেশ দলের ব্যাটারদের রান তোলা নিয়ে যখন প্রশ্ন উঠছে। বোলারদের রান আটকানোর সামর্থ্য নিয়ে যখন প্রশ্ন তখন ওয়ানডে অধিনায়ক তামিম জানিয়েছেন, ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ সামনে রেখে তার দলের লক্ষ্যও ধীরে ধীরে সাড়ে তিনশ’ রান করা। 

সিরিজ হারের পর সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দলের একটা লক্ষ্য হলো সাড়ে তিনশ’ রান করা। যেটা আমরা আগে করতে পারিনি। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে গড়ে ৩০০ রান হবে। মিরপুর কিংবা ভারতের কিছু উইকেট ২৬০-২৭০ রানে জেতা সম্ভব। এর বাইরে অধিকাংশ ভেন্যুতেই ২৯০-৩১০ রান করতে হবে। এখন এটাই হচ্ছে। দ্রুতই আপনারা দেখতে পাবেন আমরা ওই লক্ষ্য নিয়েই খেলব।’

জিম্বাবুয়ের বিপক্ষে হারটা স্বাভাবিকভাবে দেখছেন অধিনায়ক তামিম। ক্রিকেটে শুধু উত্থান থাকবে সূচক নিম্নগামী হবে না এমনটা বিশ্বাস করেন না তিনি। জিম্বাবুয়ে ভালো ক্রিকেট খেলেছে এবং আগামী বছর আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলের ভাগ্যে একই ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। 

ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমরা একই রান করে ভারত কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে কথা হতো না। বিরাট কোহলি কিংবা স্টিভ স্মিথ ওমন (রাজার মতো) ইনিংস খেললে স্বাভাবিক ধরে নিতাম। রাজা-চাকাভা-কায়া ওরা অসাধারণ খেলেছে। একই ঘটনা আগামী বছর আমাদের আয়ারল্যান্ডের সিরিজেও হতে পারে। তাতে করে আমরা খারাপ দল হয়ে যাবো না। ওয়ানডের সিরিয়াস দলই থাকবো।’