সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিম। কারণে-অকারণে অভিজ্ঞ ক্রিকেটাররা ‘ফাহিম স্যারকে’স্মরণ করেন। এশিয়া কাপ সামনে রেখে বুধবার সাকিব-মুশফিকের অনুশীলন দেখতে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন বিকেএসপির এই কোচ। 

পরে সংবাদ মাধ্যমকে জানান, তাকে বিশেষ কোন কারণে ডাকাও হয়নি। তিনি কাছাকাছি থাকায় সাকিব, মুশফিকের ব্যাটিং দেখতে এসেছিলেন। কোন ফিডব্যাক থাকলে যেন দিতে পারেন সেজন্য। কারণ অনেকদিন ধরেই মুশফিকুর রহিম, সাকিবদের খেলা সম্পর্কে জানেন তিনি। তাদের শক্তি-দুর্বলতা তার জানা। 

অভিজ্ঞ কোচ ফাহিম বলেন, ‘কোচের সঙ্গে ওরা কাজ করছে। সামনে এশিয়া কাপ, প্রস্তুতি নিচ্ছে। যেহেতু এখানেই আছি, সেজন্য ওদের সঙ্গে এসে দেখা করা। কাজ নিয়ে খুব একটা আলাপও হয়নি। তবে কোন জায়গায় ভালো করা যায়, কোথায় একটু পরিবর্তন দরকার এসব ওদের মনে করিয়ে দেওয়া নিয়ে একটু কথা হয়েছে। অন্য কোন বিষয় নয়।’

মিরপুরে পাওয়ার হিটিং প্রাকটিস করেছেন সাকিবও। ছবি: বিসিবি

সর্বশেষ বিপিএলে সাকিবের দল বরিশালের কোচ ছিলেন ফাহিম। ওই আসরে সাকিব অনেক পাওয়ার হিটিং করেছিল। অনেক ছক্কাও মেরেছিল। মাস দুয়েক আগে মুশফিকের সঙ্গে আলাদা কাজ করেছেন বিকেএসপির এই কোচ। তিনি মনে করেন, অভিজ্ঞ এই দুই ক্রিকেটার পাওয়ার হিটিং করতে পারবেন। এই মুহূর্তে তাদের অবস্থা দেখা ও ফিডব্যাক দেওয়া তাকে এই মাঠে ডাকার উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। 

এশিয়া কাপে মুশফিককে ওপেনিং করানো হতে পারে। উইকেটরক্ষক ব্যাটারের কোচ নিশ্চিত নন, ওপেনিং করলে তিনি কেমন করবেন। তবে যদি ওপেনিং করতেই হয় মুশির অভিজ্ঞতা কাজে দেবে বলে মনে করেন কোচ ফাহিম, ‘দুই জন স্বীকৃত ওপেনার আছে দলে। মুশফিককে নিয়ে কথা বলা ঠিক হবে না। তাদেরও ব্যাক করা উচিত। মুশফিক মিডল অর্ডার ব্যাটার, ওপেনিং ওর জন্য চ্যালেঞ্জিং। তবে অভিজ্ঞতা কাজে দেবে।’ 

অনুশীলন দেখে নাজমুল আবেদিন মন্তব্য করেন যে, পাওয়ার হিটিং কী মুশফিক বুঝতে শিখেছে। নেটে অনেকগুলো ভালো বলে তিনি শট খেলেছেন বলেও উল্লেখ করেন, ‘ও নিজেও আস্তে আস্তে পাওয়ার হিটিংটা বুঝতে পারছে। আজও দেখলাম কিছু ভালো শট খেলেছে। সামনে আর দু’চারদিন অনুশীলন করলে টি-২০ ফরম্যাট চার-ছক্কা মারার যে ব্যাপার, সেটা সফল হবে।’