প্রথম দিনের দ্বিতীয় সেশনের কেবল শুরু। ম্যাচ গড়িয়েছে ৩২ ওভার। তাতেই কাগিসু রাবাদা ও এনরিক নরকিয়ার পেস আগুনে এলোমেলো স্বাগতিক ইংল্যান্ড। এরপরই বৃষ্টির হানা। বেন স্টোকসের দল ৬ উইকেটে ১১৬ রান তোলার পর ম্যাচ বন্ধ হয়। প্রথম দিন আর ম্যাচ মাঠে গড়ায়নি। 

‘বাজবল’ তত্ত্বে দুর্দান্ত ক্রিকেট খেলা ইংল্যান্ড লর্ডসে প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামে। দুই ওপেনার অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলি উইকেটে থিতু হতে পারেননি। দু'জনই দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগে ফিরে যান সাজঘরে। 

তবে একপ্রান্ত আগলে রাখেন তিনে নামা অলি পোপে। অন্য পাশ দিয়ে ভাঙনের দেখেন তিনি। ব্যর্থতার ঘরে নাম লেখান অভিজ্ঞ জো রুট (৮)। নিউজিল্যান্ড-ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করা জনি বেয়ারস্টো ডাক মারেন। 

দলনেতা বেন স্টোকস ২০ রান করে নরখিয়ার বলে পিটারসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ইংল্যান্ডের ভরসা এখন ৬০ রানে অপরাজিত থাকা পোপ। তার সঙ্গী হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন রানের খাতা না খুলতে পারা স্টুয়ার্ড ব্রড। 

দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা ৩৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। নরকিয়া ওভার প্রতি প্রায় পাঁচ করে রান দিয়েছেন। ৯ ওভার হাত ঘুরিয়ে তিনি ৪৩ রান দিলেও তুলে নিয়েছেন ৩ উইকেট। অন্য পেসার মার্কো জ্যানসেন নিয়েছেন একটি উইকেট।