- খেলা
- তীর-ধনুকে পদকের হাসি
সলিডারিটি গেমস
তীর-ধনুকে পদকের হাসি
রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে দেশের দুই তারকা আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী পারেননি নিশানা ভেদ করতে

সলিডারিটি গেমসে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে রূপা জয়ী বাংলাদেশের তিন তীরন্দাজ সংগৃহীত
কমনওয়েলথ গেমসে ছিল না আরচারি। বাংলাদেশের সম্ভাবনাময় এই ইভেন্ট না থাকায় বার্মিংহাম গেমসে প্রত্যাশাও ছিল না বেশি। শুটিং ও আরচারি না থাকায় পদকহীন সমাপ্তি হয়েছে বাংলাদেশের। তবে ইসলামিক সলিডারিটি গেমসে এ দুটি ইভেন্ট থাকায় প্রত্যাশার পারদটা একটু বেশিই ছিল। বিশেষ করে তীরন্দাজ রোমান সানা ও দিয়া সিদ্দিকী ছিলেন পাদপ্রদীপের আলোয়।
কিন্তু রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে দেশের দুই তারকা আরচার পারেননি নিশানা ভেদ করতে। ব্যক্তিগত পর্যায়ে সাফল্য না পেলেও তুরস্কের কোনিয়ায় সলিডারিটি গেমসে বাংলাদেশ পদকের হাসি হেসেছে এই আরচারির সৌজন্যেই। বুধবার এক আরচারি থেকেই এসেছে তিনটি পদক। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে রৌপ্য, রিকার্ভ পুরুষ দলগত ও রিকার্ভ নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জের হাসি হেসেছেন লাল-সবুজের তীরন্দাজরা।
কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে পদকটি আগেই নিশ্চিত ছিল। কারণ, ফাইনালে স্বাগতিক তুরস্কের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এদিন এই ইভেন্টে স্বর্ণের স্বপ্নও দেখাচ্ছিলেন রোকসানা আক্তার, শ্যামলী রায় ও পুষ্পিতা জামান। তুরস্কের খেলোয়াড়দের বিপক্ষে দারুণ লড়াই করেন এ ত্রয়ী। শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি তাঁরা। ফাইনালে হেরে যান ২২৯-২২২ স্কোরের ব্যবধানে।
রিকার্ভ দলগত ইভেন্টেও ভালো সম্ভাবনা ছিল বাংলাদেশের। হাকিম আহমেদ রুবেল, রোমান সানা ও মো. সাগর ইসলাম প্রি-কোয়ার্টার, শেষ আটের গণ্ডি পেরিয়ে সেমিফাইনালে ওঠেন। প্রি-কোয়ার্টারে ৬-০ সেটে সুদান এবং কোয়ার্টারে ইরানকে ৫-১ সেটে হারানো রোমানরা সেমিফাইনালে ইন্দোনেশিয়ার সঙ্গে পেরে ওঠেননি। হেরে যান ২-৬ সেট পয়েন্টে। এরপর সৌদি আরবকে ৬-০ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ। রিকার্ভ নারী ইভেন্টে দুর্ভাগ্যের শিকার দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়রা। ব্রোঞ্জের পরিবর্তে রৌপ্যও জিততে পারত তারা।
কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ৬-০ সেটে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ চারে প্রথম পর্যায়ে ইন্দোনেশিয়ার সঙ্গে ৪-৪ সেটে ড্র হয়। পরবর্তী সময়ে উভয় দলের তিন আরচার ১টি করে তীর ছুড়ে বাংলাদেশের স্কোর হয় (৯+৭+৭) = ২৩ এবং ইন্দোনেশিয়ার স্কোর হয় (৯+৭+৭) = ২৩। ইন্দোনেশিয়ার আরচারদের তীর ১০-এর নিকটবর্তী হওয়ায় বাংলাদেশ ৪-৫ সেটে পরাজিত হয়। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে উজবেকিস্তানকে ৬-২ সেটে হারায় লাল-সবুজের দলটি।
মন্তব্য করুন