চোটের কারণে যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন সানিয়া মির্জা। ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতিতে এমন তথ্য দেন ছয় বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভারতীয় টেনিস তারকা। তবে, চোটের জন্য যুক্তরাষ্ট্র ওপেন থেকে ছিটকে যাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় তার অবসর সংক্রান্ত বক্তব্য। যেখানে তিনি জানান, এই চোটের কারণে তার অবসর সংক্রান্ত পরিকল্পনা বদল হতে পারে।

ইনস্টাগ্রাম স্টোরিতে সানিয়ার বক্তব্য, দু'সপ্তাহ আগে কানাডায় খেলার সময় কনুইয়ে চোট পান, যা সেরে ওঠেনি। স্ক্যান করে জানতে পারনে টেন্ডন ছিঁড়েছে। সুস্থ হতে সপ্তাহখানেক সময় লাগবে। তাই তিনি ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী সময়ে নিজের অবসর পরিকল্পনা নিয়ে আপডেট দেবেন বলেও আশ্বাস দিয়েছেন সানিয়া।

সানিয়া মির্জা এবং তার ক্রোয়েশিয়ান সঙ্গী মেট পাভিক গত মাসে উইম্বলডনে মিক্সড ডাবলসে সেমিফাইনালে হেরেছিলেন। মাতৃত্বকালীন বিরতি থেকে কোর্টে ফিরে আসার পর থেকেই ভাল ফর্মে রয়েছেন। তার ধারাবাহিক পারফরম্যান্সের ফলে ডব্লিউটিএ র‍্যাংকিংয়েও তার উন্নতি হয়েছে।