আগামী তিন মাস বাংলাদেশের টেস্ট খেলা নেই। তাই ব্যস্ততা নেই টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকেরও। ব্যস্ততা না থাকায় স্ত্রী ফারিহা বাশারকে নিয়ে বৃহস্পতিবার ওমরাহ পালন করতে মক্কা গেলেন তিনি।

আগামী ১০ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় লিগ (এনসিএল)। এর আগে হবে ফিটনেস টেস্ট। তাই অবসর সময়ে ঘরে বসে না থেকে স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে গেলেন মুমিনুল।

বাংলাদেশের সবশেষ টেস্টের একাদলে ছিলেন না মুমিনুল। টানা ব্যর্থতার পর অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। এর পরের টেস্টেই দল থেকে বাদ পড়েন তিনি। তার সর্বশেষ ১০টা ইনিংস হলো- ৩৭, ০, ২, ৬, ৫, ২, ৯, ০, ০, ৪। 

দেশের জার্সিতে এখন পর্যন্ত ৫৪টি টেস্ট খেলেছেন মুমিনুল। ১০০ ইনিংসে ৩৭.৫৪ গড়ে তার নামের পাশে ৩ হাজার ৫২৯ রান। ১১টি সেঞ্চুরির পাশাপাশি ১৫টি হাফসেঞ্চুরিও করেছেন তিনি। বল হাতে উইকেট শিকার করেছেন ৭টি।