ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। ভারতের বিপক্ষে হোম সিরিজ ভালো-খারাপের মধ্য দিয়ে গেছে তাদের। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে গিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে রেগিস চাকাভার দল।  

প্রথম দুই ম্যাচে হারায় সিরিজ হাতছাড়া হয়েছিল জিম্বাবুয়ের। শনিবার টাউনসিলভির টনি আইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে অল্প রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। 

টস জিতে জিম্বাবুয়ে বোলিং করার সিদ্ধান্ত নেয়। উইকেটের পুরো ফায়দা তোলেন রায়ান বার্ল। ২৮ বছর বয়সী এই লেগ স্পিন অলরাউন্ডার অজিদের মিডল অর্ডার ধসিয়ে দেন। তার আগে অ্যারন ফিঞ্চকে (৫) ফেরান এনগ্রাভা। স্টিভ স্মিথ আউট হন ১ রান করে নায়োচির বলে। 

মিডল অর্ডার যখন মাথা নিচু করে একে একে সাজঘরে ফিরেছেন। তখন লড়াই করে গেছেন ডেভিড ওয়ার্নার। তিনি অষ্টম ব্যাটার হিসেবে আউট হন ৯৬ বলে ৯৪ রানের ঝকঝকে ইনিংস খেলে। ১৪টি চার ও দুটি ছক্কা হাঁকান এই ব্যাটার। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ১৯ রান করেন। 

জবাব দিতে নেমে ভালো শুরু করে জিম্বাবুয়ে। তাকুদওনাসে তাইকানো ১৯ রানের ইনিংস খেলেন। তাদিওনাসে মারুমানি করেন ৪৭ বলে চারটি চারে ৩৫ রান। এরপর মিডল অর্ডার ধসে যায় তাদেরও। ছয়ে নামা চাকাভা ৭২ বলে ৩৭ রান করে দলকে জিতিয়ে ফেরেন। এছাড়া টনি মুরুঙ্গা ১৭ রান করেন। 

জিম্বাবুয়ের হয়ে রায়ান বার্ল ৫ উইকেট তুলে নেন। ব্রাড ইভান্স নেন দুই উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজলউড নেন তিন উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে ফরম্যাটে এটাই জিম্বাবুয়ের প্রথম জয়।

বিষয় : জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া-২০২২ অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় অজিদের হারাল জিম্বাবুয়ে

মন্তব্য করুন